Cricket

জাতীয় দলের হয়ে প্রথম বার খেলতে নেমে কী মনে হয়েছিল আইয়ারের?  

আইয়ার প্রসঙ্গে অনিল কুম্বলের মতো তারকা ক্রিকেটার বলেছিলেন, চার নম্বরের জন্য আদর্শ ব্যাটসম্যান তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২০ ১৭:০১
Share:

বড় ইনিংস খেলতে দক্ষ শ্রেয়াস আইয়ার। — ফাইল চিত্র।

হায়দরাবাদের ক্রিকেটার মহম্মদ সিরাজ দেশের হয়ে প্রথম খেলতে নেমে কেঁদে ফেলেছিলেন। দেশের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন।

Advertisement

শ্রেয়াস আইয়ার সেই দলে পড়েন না। তিনি বলছেন,‘‘সত্যি কথা বলতে কী, আমি মোটেও আবেগতাড়িত হইনি। কারণ আমার মনে হয়েছিল, আমি আরও আগে সুযোগ পেতে পারতাম। তাই প্রথম বার দেশের টুপি পাওয়ার পরে আমার মধ্যে তেমন কোনও আবেগ কাজ করেনি।’’

আইয়ার প্রসঙ্গে অনিল কুম্বলের মতো তারকা ক্রিকেটার বলেছিলেন, চার নম্বরের জন্য আদর্শ ব্যাটসম্যান তিনি। বিশ্বকাপ দলে জায়গা হয়নি শ্রেয়াসের। পরে বিরাট কোহালির দলে নিজেকে প্রতিষ্ঠা করেন তিনি। বড় শট খেলতে পারেন। চাপের মুখে ইনিংস গোছাতে পারেন।

Advertisement

আরও পড়ুন: পাঠান ভাইরা দিলেন ১০ হাজার কেজি চাল আর ৭০০ কেজি আলু

এ হেন আইয়ার কিন্তু অনেক আগেই জাতীয় দলে সুযোগ পেতে পারেন। সেই সময়ে তাঁকে ডাকা হয়নি। সেই প্রসঙ্গে শ্রেয়াস বলছেন, ‘‘দলে ডাক না পাওয়ায় আমার খুব রাগ হত। কেন আমাকে নেওয়া হল না, সে সব নিয়ে চিন্তা করতাম। পরে নিজেকে বোঝাই, রান যদি করতে পারি, তা হলেই আমাকে দলে নেওয়া হবে।’’

আইয়ার এখন জাতীয় দলের হয়ে খেলছেন। নিজেকে প্রমাণ করছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন