Virat Kohli

বিরাট-ব্যর্থতায় অনুষ্কাকে দায়ী করেননি, সাফাই গাওস্করের

বিতর্ক যে বড় আকার নিয়েছে, সম্ভবত সেটা বুঝেই আত্মপক্ষ সমর্থনে গাওস্কর বলেন, তিনি বরাবরই ট্যুরের সময়ে ক্রিকেটারদের সঙ্গে স্ত্রী-কে নিয়ে যাওয়ার পক্ষপাতী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২০ ১৯:৫৬
Share:

গাওস্কর, অনুষ্কা। ফাইল চিত্র।

বিরাট-অনুষ্কা বিতর্কে তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে বলে সাফাই দিলেন সুনীল গাওস্কর। শুক্রবার সন্ধ্যায় তিনি বলেন, ‘‘বিরাট কোহালির ব্যর্থতার জন্য আমি কোথায় অনুষ্কাকে দোষ দিলাম? আমি শুধু বলেছি, ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে অনুষ্কা বিরাটকে বল করছেন। বিরাট তো ওই বল খেলেছে শুধু লকডাউনের সময়ে। টেনিস বল দিয়ে মজার খেলাটা লকডাউনের সময়ে টাইমপাস ছিল। আমি এটুকুই বলেছি। এই কথার মধ্যে বিরাটের ব্যর্থতার জন্য তাঁকে দায়ী কোথায় করা হয়েছে?’’

Advertisement

বিতর্ক যে বড় আকার নিয়েছে, সম্ভবত সেটা বুঝেই আত্মপক্ষ সমর্থনে গাওস্কর বলেন, তিনি বরাবরই ট্যুরের সময়ে ক্রিকেটারদের সঙ্গে স্ত্রী-কে নিয়ে যাওয়ার পক্ষপাতী। তাঁর কথায়, ‘‘আমি মনে করি, একজন সাধারণ মানুষ ৯টা-৫টা অফিস করার পরে যেমন বাড়িতে স্ত্রী-র কাছে ফেরেন, ক্রিকেটারদের ক্ষেত্রেও তেমনই হওয়া উচিত।’’ অর্থাৎ, ভিনদেশে বা ভিনরাজ্যের সফরে মাঠে সারাদিন কাটিয়ে (অফিস করে) ক্রিকেটারদের অস্থায়ী আস্তানায় স্ত্রী-র কাছেই ফিরে যাওয়া উচিত।

বৃহস্পতিবার কিংস ইলেভেন পঞ্জাব বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের হিন্দি ধারাভাষ্যে গাওস্করের বক্তব্য থেকে শুরু হয় বিতর্ক। ওই ম্যাচে কোহালি পর পর দু’বার লোকেশ রাহুলের ক্যাচ ফেলেন। ব্যাটেও ব্যর্থ হন। করেন ১ রান। তখনই গাওস্কর বলেন, ‘‘এই যে লকডাউন ছিল, সেই সময় বিরাট শুধুই অনুষ্কার বোলিংই অনুশীলন করেছে। ওই ভিডিয়োটা দেখেছি, ওতে কিছু হওয়ার নয়।’’

Advertisement

আরও পড়ুন: স্ত্রীকে জড়িয়ে বিরাটকে কটাক্ষ গাওস্করের, কড়া জবাব অনুষ্কার

আরও পড়ুন: ‘নায়িকারা মাদকাসক্ত, নায়কেরা কি ধোয়া তুলসি পাতা?’ দীপিকার মাদকযোগ তদন্তে প্রতিবাদ মিমির

প্রাক্তন ভারত অধিনায়কের এই মন্তব্যের পরেই বিরাটভক্তরা সোশ্যাল মিডিয়ায় আক্রমণ শানাতে শুরু করেন। অনেকেই কমেন্ট্রি প্যানেল থেকে গাওস্করের নাম বাদ দেওয়ার দাবি তুলতে শুরু করেন। শুক্রবার নিজের ইনস্টাগ্রামে সরব হন স্বয়ং বিরাট-পত্নী অনুষ্কা। তিনি লেখেন, ‘‘মিস্টার গাওস্কর, আপনার মন্তব্য কুরুচিকর। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, স্বামীর খেলার জন্য স্ত্রী-কে দায়ী করার মতো ভাবনা কী করে আপনার মাথায় এল? আমি নিশ্চিত, ক্রিকেট ধারাভাষ্যের সময় আপনি প্রত্যেক ক্রিকেটারের ব্যক্তিগত জীবনকে চিরকাল সম্মানই করে এসেছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন