Sports news

ভুল বোতাম টিপে আউট দিলেন থার্ড আম্পায়ার!

ব্যাট করছিলেন ফিঞ্চ। তখন নন-স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে ডি’আর্কি শর্ট। বল করছিলেন পাক স্পিনার ইমাদ ওয়াসিম। ইমাদের বলে স্ট্রেট ড্রাইভ করেন ফিঞ্চ। পিচ ঘেঁষে বলটা যাওয়ার সময় ইমাদ সেটাকে আটকানোর চেষ্টা করতেই তাঁর আঙুলে লেগে স্টাম্প নড়ে যায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৮ ১৬:২৬
Share:

‘বিতর্কিত’ সেই আউট।

শর্টের আউটটা কোনও ভাবেই মেনে নিতে পারছেন না অজি ক্রিকেটাররা। তাঁদের মতে, আউটটা যদি না দেওয়া হত, তা হলে ম্যাচের পরিণতিটা অন্য রকম হতে পারত!

Advertisement

শুক্রবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। প্রথম ম্যাচ হারায় তিন সিরিজের এই ম্যাচটা ছিল অজিদের কাছে মরণ-বাঁচনের। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে ১৪৮ রানের টার্গেট রেখেছিলেন সরফরাজরা। রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিল অস্ট্রেলিয়া। ওপেনিং জুটি অ্যারন ফিঞ্চ এবং শর্ট দলের স্কোরবোর্ডকে ভালই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু বাধ সাধল শর্টের ‘বিতর্কিত’ আউট। আর সেই আউটই কার্যত ম্যাচের ভাগ্য বদলে দিয়েছিল।

ব্যাট করছিলেন ফিঞ্চ। তখন নন-স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে ডি’আর্কি শর্ট। বল করছিলেন পাক স্পিনার ইমাদ ওয়াসিম। ইমাদের বলে স্ট্রেট ড্রাইভ করেন ফিঞ্চ। পিচ ঘেঁষে বলটা যাওয়ার সময় ইমাদ সেটাকে আটকানোর চেষ্টা করতেই তাঁর আঙুলে লেগে স্টাম্প নড়ে যায়। বিতর্কের সূত্রপাত এখান থেকেই। স্টাম্পে বল লাগার সময় শর্ট লাইনের বাইরে ছিলেন না ভিতরে, তাঁর ব্যাট হাওয়ায় ছিল না মাটি ছুঁয়ে ছিল— জলঘোলা শুরু হয় এ নিয়ে। পাক ক্রিকেটাররা আউটের আবেদন করেন। আম্পায়ার সিদ্ধান্তের জন্য থার্ড আম্পায়ারের সাহায্য নেন। থার্ড আম্পায়ার জানিয়ে দেন শর্ট আউট!

Advertisement

আরও পড়ুন: শিশিরে কেন কুলদীপদের অসুবিধা, ভেজা বল হাতে বিশ্লেষণ সৌরাশিসের

থার্ড আম্পায়ারের এই সিদ্ধান্তেই ক্ষোভ ছড়িয়ে পড়ে অজি শিবিরে। তাঁদের দাবি, বল যখন স্টাম্পে লাগে সে সময় শর্টের ব্যাট মাটি ছুঁয়েই ছিল। থার্ড আম্পায়ার ভুল করে ভুল বোতাম টিপেছেন। ‌কেন তাঁকে এমন আউট দেওয়া হল এ নিয়ে প্রশ্ন তোলেন অজি ক্রিকেটাররা।

অজিরা যখন শর্টের আউট নিয়ে ইইচই করছেন, পাক অধিনায়ক সরফরাজ আহমেদ বলেন, “এ নিয়ে এত শোরগোল করার কী আছে! ওটা পরিষ্কার আউট ছিল। বুঝতে পারছি না, কেন এ নিয়ে এত প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে।”

আরও পড়ুন: কোহালিকে ‘চেজার মাস্টার’ বানিয়েছে যে ইনিংসগুলো

১১ রানে এই ম্যাচটি হেরেছে অস্ট্রেলিয়া। তিন সিরিজের ম্যাচে ২-০ ফলাফলে পিছিয়ে পড়ল অজিরা।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি।ক্রিকেট খেলারসব আপডেট আমাদেরখেলাবিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement