ডেভিসে সামনে স্পেন

ডেভিস কাপ ওয়ার্ল্ড গ্রুপ প্লে অফে সেপ্টেম্বরে ভারতের সামনে হেভিওয়েট স্পেন। গত দেড় দশক ধরে যে স্পেন ডেভিসে আধিপত্য দেখিয়েছে।

Advertisement
শেষ আপডেট: ২০ জুলাই ২০১৬ ০৪:১৬
Share:

ডেভিস কাপ ওয়ার্ল্ড গ্রুপ প্লে অফে সেপ্টেম্বরে ভারতের সামনে হেভিওয়েট স্পেন। গত দেড় দশক ধরে যে স্পেন ডেভিসে আধিপত্য দেখিয়েছে। পাঁচ বার চ্যাম্পিয়ন ও দু’বার রানার্স হয়েছে। সামনে স্পেনকে পেয়ে ভারত বেশ চিন্তায়। ডেভিসে ভারতের কোচ জিশান আলি বলেছেন, ‘‘খুব কঠিন হবে কোনও সন্দেহ নেই।’’ সংশয় থাকছে কোন সারফেসে খেলা হবে তা নিয়েও। ঘরের মাঠে খেললেও বর্ষার মধ্যে ভারত ঘাসের কোর্ট বাছবে কি না, তা নিয়ে সন্দেহ থাকছে। জিশান বলছেন, ‘‘ঘাসের কোর্ট না হার্ড কোর্ট, তা নিয়ে ভাবছি। দেখি কী হয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement