প্লে অফে ওঠার ম্যাচে কেমন হতে পারে ধোনিদের সম্ভাব্য একাদশ

১০ ম্যাচে ৭টি জয় নিয়ে তারা এখন লিগ টেবিলের দু’নম্বরে। আর একটি ম্যাচ জিতলেই প্লে অফে ঠাঁই পাওয়া এক রকম পাকা। এই অবস্থায় শুক্রবার রাতে রাজস্থানের ঘরের মাঠে রাহানেদের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস। এক নজরে দেখে নেওয়া যাক আজকের ম্যাচে কেমন হতে পারে ধোনিদের প্রথম একাদশ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ মে ২০১৮ ১১:২৪
Share:
০১ ১২

১০ ম্যাচে ৭টি জয় নিয়ে তারা এখন লিগ টেবিলের দু’নম্বরে। আর একটি ম্যাচ জিতলেই প্লে অফে ঠাঁই পাওয়া এক রকম পাকা। এই অবস্থায় শুক্রবার রাতে রাজস্থানের ঘরের মাঠে রাহানেদের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস। এক নজরে দেখে নেওয়া যাক আজকের ম্যাচে কেমন হতে পারে ধোনিদের প্রথম একাদশ।

০২ ১২

শেন ওয়াটসন: শেষ ম্যাচে রান না পেলেও ব্যাটে বলে দুর্দান্ত ছন্দে রয়েছেন। ছবি: পিটিআই।

Advertisement
০৩ ১২

অম্বাতী রায়ুডু: টুর্নামেন্টে সর্বোচ্চ রানাধিকারীদের তালিকায় প্রথম পাঁচে রয়েছেন। ওপেনিংয়ের নতুন দায়িত্বও সামলাচ্ছেন ভাল ভাবেই। ছবি: এএফপি।

০৪ ১২

সুরেশ রায়না: দু’টি অপরাজিত হাফ সেঞ্চুরি করে ফেললেও এখনও পুরনো ছন্দের রায়নাকে পাওয়া যায়নি। তবে আজ তিনি প্রথম একাদশে থাকছেন। ছবি: পিটিআই।

০৫ ১২

মহেন্দ্র সিংহ ধোনি: চলতি আইপিএলে পুরনো সেই ফিনিশার ধোনির ঝলক পাওয়া যাচ্ছে। আজও দলের অন্যতম ভরসা তিনি। ছবি: পিটিআই।

০৬ ১২

ডোয়েন ব্রাভো: কখনও ব্যাট, কখনও বল হাতে দলের ত্রাতা হয়ে উঠছেন এই ক্যারিবীয় অলরাউন্ডার। ছবি: এএফপি।

০৭ ১২

কর্ণ শর্মা: আগের ম্যাচে খেলেননি। তবে তাঁর বদলি হিসাবে ধ্রুব শোরে ব্যর্থ হয়েছেন। আজ প্রথম একাদশে ফিরতে পারেন কর্ণ।

০৮ ১২

রবীন্দ্র জাডেজা: গত ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ। একেবারেই ফর্মে ছিলেন না এই বাঁহাতি অলরাউন্ডার। বেঙ্গালুরু ম্যাচে বল হাতে দলকে জিতিয়েছেন। ছবি: এএফপি।

০৯ ১২

ডেভিড উইলি: বেঙ্গালুরুর বিরুদ্ধে অভিষেক ম্যাচে ভাল বল করেছেন। আজও তিনি প্রথম একাদশে থাকছেন।

১০ ১২

হরভজন সিংহ: বল হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন টার্বুনেটর। আজও প্রথম দলে তিনি নিশ্চিত। ছবি: এএফপি।

১১ ১২

লুঙ্গি এনগিদি: চেন্নাইয়ের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। তিনটিতেই ভাল বল করেছেন। আজও প্রথম একাদশে থাকছেন এই প্রোটিয়া পেসার। ছবি: পিটিআই।

১২ ১২

শার্দুল ঠাকুর: টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৮ উইকেট নিয়েছেন এই পেসার। গতিতে মাঝেমধ্যেই পরাস্ত করছেন ব্যাটসম্যানদের। ছবি: পিটিআই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement