আদালতের ক্লিনচিট শাহরুখকে

মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন অভিযোগ তুলে নিয়েছিল গত বছরই। এ বার ওয়াংখেড়েতে হাতাহাতির অভিযোগে আদালতও ক্লিনচিট দিল শাহরুখ খানকে।

Advertisement
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৬ ০৩:২৫
Share:

মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন অভিযোগ তুলে নিয়েছিল গত বছরই। এ বার ওয়াংখেড়েতে হাতাহাতির অভিযোগে আদালতও ক্লিনচিট দিল শাহরুখ খানকে। মঙ্গলবারই মুম্বইয়ের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত জানিয়ে দিয়েছে, চার বছর আগে, ২০১২-র আইপিএলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচে কলকাতা জেতার পরেই ওয়াংখেড়ের রক্ষীদের সঙ্গে শাহরুখ খানের যে ঝামেলা হয়েছিল তা আদালতগ্রাহ্য কোনও অপরাধের আওতায় পড়ে না। তদন্ত করে তা দেখেছে পুলিশ। শাহরুখের বিরুদ্ধে স্টেডিয়ামের রক্ষীদের গালিগালাজ ও অবমাননার অভিযোগ এনে এই মামলা করেছিলেন অমিত মারু নামে জনৈক ব্যক্তি। আদালতে শাহরুখ বলেন, নিরাপত্তারক্ষীদের আশপাশ থেকে তাঁকে ক্রমাগত গালিগালাজ করায় সে দিন তিনি মেজাজ হারিয়েছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement