India vs South Africa

আঙুলে চোট, ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গেলেন দু প্লেসি

চোটের জন্য প্রথম ওয়ান ডে-তে ছিলেন না এবি ডেভিলিয়ার্স। তাঁর অভাবে সেঞ্চুরি করে দলকে সম্মানজনক জায়গায় নিয়ে গিয়েছিলেন ফ্যাফ দু প্লেসি। এ বার ছিটকে গেলেন তিনিও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ১২:১৯
Share:

প্রথম ওডিআই ম্যাচে সেঞ্চুরির পর ফাফ ডু’প্লেসি। ছবি: এএফপি।

চোটের জন্য প্রথম ওয়ান ডে-তে ছিলেন না এবি ডেভিলিয়ার্স। তাঁর অভাবে সেঞ্চুরি করে দলকে সম্মানজনক জায়গায় নিয়ে গিয়েছিলেন ফ্যাফ ডু’প্লেসি। এ বার ছিটকে গেলেন তিনিও। ওয়ান ডে সিরিজ তো বটেই আঙুলের চোটে ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজ থেকেও ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসি।

Advertisement

প্রথম ওডিআই-তে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান ফাফ। প্রথম ওডিআই শেষে সাংবাদিক সম্মেলনে সে কথা জানিয়েও ছিলেন তিনি। ফ্যাফ বলেছিলেন, “ম্যাচের মধ্যেই আঙুলে চোট পেয়েছি। তবে, আমি আশাবাদী পরের ম্যাচে নামার আগে সুস্থ হয়ে যাব।”

কিন্তু তিনি যতটা তাড়াতাড়ি সুস্থ হওয়ার কথা ভেবেছিলেন ততটা তাড়াতাড়ি চোট কাটিয়ে উঠতে পারলেন না। দু প্লেসির চোট পরীক্ষা করে দেখা যায় আঙুলে চিড় ধরেছে তাঁর। সুস্থ হয়ে মাঠে ফিরতে ৩ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন চিকিত্সকেরা।

Advertisement

আরও পড়ুন: ভিভ-সচিনদের ছাপিয়ে ক্রিকেটে বিরাট বিপ্লব

আরও পড়ুন: বিরাটের কাছে সেঞ্চুরি শিখুক রাহানে

ফলে শুধু ওডিআই সিরিজই নয়, টি২০ সিরিজেও দু প্লেসিকে পাবে না দক্ষিণ আফ্রিকা। দু প্লেসির পরিবর্ত হিসেবে দলে ফেরানো হয়েছে ফারহান বেহারদিয়েনকে। বেহারদিয়েনের পাশাপাশি রিজার্ভ উইকেটরক্ষক হিসেবে দলে ডাকা হয়েছে হেনরিচ ক্লাসেনকে।

এর আগেই তৃতীয় টেস্টে আঙুলে চোট পেয়ে প্রথম তিনটি ওডিআই থেকে ছিটকে গিয়েছেন এবি ডেভিলিয়ার্স।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement