তামিমের ফর্মে ফেরার ম্যাচে জয় বাংলাদেশের

পরিস্থিতি, পরিবেশ, সময়, ক্লান্তি সব কিছুই ছিল বাংলাদেশের বিপক্ষে। ঢাকা থেকে ধর্মশালা। গরম থেকে কনকনে ঠান্ডা। সঙ্গে উচ্চতা জনিত সমস্যা। শ্বাস কষ্ট। আর এর সঙ্গে যেটা চেপে বসেছিল সেটা হল এশিয়া কাপ খেলার ক্লান্তি। আর এই সবকেই যেন ছাপিয়ে গেলেন তামিম ইকবাল। হয়তো বিশ্বকাপের আসর থেকেই ফিরে পেলেন তাঁর চেনা ছন্দ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৬ ২০:৪১
Share:

পরিস্থিতি, পরিবেশ, সময়, ক্লান্তি সব কিছুই ছিল বাংলাদেশের বিপক্ষে। ঢাকা থেকে ধর্মশালা। গরম থেকে কনকনে ঠান্ডা। সঙ্গে উচ্চতা জনিত সমস্যা। শ্বাস কষ্ট। আর এর সঙ্গে যেটা চেপে বসেছিল সেটা হল এশিয়া কাপ খেলার ক্লান্তি। আর এই সবকেই যেন ছাপিয়ে গেলেন তামিম ইকবাল। হয়তো বিশ্বকাপের আসর থেকেই ফিরে পেলেন তাঁর চেনা ছন্দ। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছিলেন। কিন্তু মুস্তাফিজুর চোট পেয়ে বেড়িয়ে যেতেই দলে ফিরতে হয় তাঁকে। এশিয়া কাপের বাকি ম্যাচগুলো খেললেও তেমনভাবে তাঁর ব্যাট থেকে বড় রান আসেনি। শেষ কবে ৫০ রানের ইনিংস খেলেছিলেন তামিম? হয়তো তিনি নিজেও ভুলে গিয়েছেন। হিসেব বলছে ২০১২ সালে ঘরের মাঠে শেষ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোনও আন্তর্জাতিক ম্যাচে ৮৮ রান করেছিলেন তিনি। তার পর আর হাফ সে়ঞ্চুরি আসেনি তামিমের ব্যাট থেকে।

Advertisement

এই ম্যাচের সব থেকে বড় প্রাপ্তি তামিমের রানে ফেরা। আজ সৌম্য সরকারকে নিয়ে ওপেন করতে নেমে ৫৮ বলে করলেন অপরাজিত ৮৩। উল্টোদিকে কিন্তু আর কেউ তেমনভাবে বরসা দিতে পারেনি দলকে। তিনি একাই টানলেন অনেকটা। পাকিস্তান প্রিমিয়র লিগে অবশ্য তামিমে ব্যাট থেকে এসেছে বেশ কয়েকটি হাফ সেঞ্চুরি। ম্যাচ শেষ তামিম বলেন, ‘‘ব্যাটিং নিয়ে আমি অনেক কাজ করেছি। আর সেটা দলের কাজে লেগেছে এটাই প্রাপ্তি। আমি বাড়তি কিছুই করিনি। পিপিএল-এ ভাল ব্যাট করাটা আত্মবিশ্বাস দিয়েছে।’’ তবে তামিম মনে করছেন দলের এই রানটা জয়ের জন্য কম ছিল। আরও ১৫-২০ রান বেশি করতে হবে। তবে তামিম কৃতিত্ব দিচ্ছেন দলের পেসারদের। বলেন, ‘‘ওরা খুব ভাল বল করেছে। আমরাও ভাল করেছি। বিশেষত তাসকিন। শেষ দিকে ওদের বোলিংয়ের জোড়েই জিতে গেলাম।’’

আরও খবর

Advertisement

টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৮ রানে হারাল বাংলাদেশ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement