ওয়ান ডে-তে বছরের সেরা ৬ বোলিং পারফরম্যান্স

ট্রেন্ট বোল্ট থেকে রশিদ খান বা জস হ্যাজেলউড— চলতি বছর অসাধারণ বোলিং করেছেন একাধিক বোলার। এ বছর মোট ওয়ান ডে ম্যাচ হয়েছে ১৩১টি। এক নজরে দেখে নেওয়া যাক চলতি বছরের সেরা ৬ বোলিং পারফরম্যান্স।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৭ ০৯:৪০
Share:
০১ ০৭

ট্রেন্ট বোল্ট থেকে রশিদ খান বা জস হ্যাজেলউড— চলতি বছর অসাধারণ বোলিং করেছেন একাধিক বোলার। এ বছর মোট ওয়ান ডে ম্যাচ হয়েছে ১৩১টি। এক নজরে দেখে নেওয়া যাক চলতি বছরের সেরা ৬ বোলিং পারফরম্যান্স।

০২ ০৭

রশিদ খান: গ্রস আইলেটের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ২১৩ রানের লক্ষ্য রেখেছিল আফগানিস্তান। কিন্তু রশিদ খানের সামনে মাত্র ১৪৯ রানে গুটিয়ে যায় তারা। ৮.৪ ওভারে ১৮ রান দিয়ে ৭ উইকেট নেন তিনি।

Advertisement
০৩ ০৭

ট্রেন্ট বোল্ট: এ ক্ষেত্রেও বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ব্ল্যাক ক্যাপসদের হয়ে ক্রাইস্টচার্চের মাঠে ৩৪ রানে ৭ উইকেট নিয়েছিলেন ট্রেন্ট বোল্ট। তাঁর দাপটে ২০৪ রানে ম্যাচ জেতে নিউজিল্যান্ড।

০৪ ০৭

ট্রেন্ট বোল্ট: তিন নম্বরেও থাকছেন ট্রেন্ট বোল্ট। চলতি বছর ফেব্রুয়ারিতে হ্যামিল্টনে অজিদের বিরুদ্ধে ৩৩ রানে ছ’উইকেট নিয়েছিলেন তিনি। ম্যাচে শতরান করেছিলেন রস টেলর। ২৪ রানে ম্যাচ জেতে নিউজিল্যান্ড।

০৫ ০৭

জহুর খান: চারে সংযুক্ত আরব আমিরশাহির মিডিয়াম পেসার জহুর খান। দুবাইয়ে আইরিশদের বিরুদ্ধে ম্যাচে ৩৪ রানে ছ’উইকেট নিয়েছিলেন তিনি। অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডের শতরানে অবশ্য সহজেই ম্যাচ জেতে আয়ারল্যান্ড।

০৬ ০৭

রশিদ খান: তালিকার পাঁচ নম্বরে ফের আফগান স্পিনার রশিদ খান। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪৩ রানে ছ’উইকেট নিয়েছিলেন তিনি। ৩৪ রানে ম্যচ হারে আয়ারল্যান্ড।

০৭ ০৭

জস হ্যাজেলউড: তিন উইকেটে ২৫৪ থেকে পরের ৫ ওভারের মধ্যে ২৯১ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। সৌজন্যে জস হ্যাজেলউড। ৫২ রানে ছ’উইকেট নিয়েছিলেন অজি পেসার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement