Virat Kohli

বিরাটকে ‘আই লাভ ইউ’ বললেন কেভিন পিটারসেন, কেন?

বিরাট ও পিটারসেনের কথপোকথন ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভক্তেরা বেশ পছন্দ করেছেন এই ঘটনা, তা বোঝা যাচ্ছে তাঁদের অভিব্যক্তি দেখেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ১৪:০৩
Share:

ছবি: টুইটার ও ইনস্টাগ্রাম

সময়টা দারুণ কাটছে বিরাট কোহালির। সদ্য আইসিসির টেস্ট ও ওয়ান-ডের সেরা ব্যাটসম্যান বিবেচিত হওয়ার সঙ্গে সঙ্গেই গত বছরের শ্রেষ্ঠ ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন তিনি। দুনিয়াজোড়া ভক্ত রানমেশিন বিরাটের। সেই ভক্তের তালিকায় এ বার নাম উঠে এল প্রাক্তন ইংল্যান্ড ব্যাটসম্যান কেভিন পিটারসেনের

Advertisement

সদ্য নিউজিল্যান্ডে একদিবসীয় সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে দুরমুশ করে ম্যাচ জেতে ভারতীয় দল। অধিনায়ক কোহালির ব্যাটিংয়ে ছিল পরিচিত ছন্দ। ম্যাচ জেতার পরে ফুরফুরে মেজাজেই দেখা যায় পুরো ভারতীয় দলকে। বৃহস্পতিবার রোদ্দুরে বসে থাকার একটি ছবি পোস্ট করেন বিরাট। ক্যাপশন দেন, ‘রোদ পোহানোর সময়’। কিন্তু ছবিতে বিরাটের মুখটি রোদ্দুরে থাকলেও, শরীর ছায়াতেই ছিল। সেই নিয়েই মজা করেন কোহালির আইপিএল দলের প্রাক্তন সদস্য কেভিন পিটারসেন। তিনি বলেন, পুরো শরীর রোদে না রেখেও কী করে রোদ পোহানো যায়? থেমে থাকার পাত্র নন বিরাটও। উত্তরে বলেন যে, মুখটা তো রোদেই আছে। এর উত্তরে পিটারসেন আবার বলেন যে, তিনি বিরাটের এই কথা মেনে নিচ্ছেন কারণ বিরাটকে ভালবাসেন তিনি।

বিরাট ও পিটারসেনের এই কথপোকথন ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভক্তেরা বেশ পছন্দ করেছেন এই ঘটনা, তা বোঝা যাচ্ছে তাঁদের অভিব্যক্তি দেখেই। দেখে নিন কী কথা হল বিরাট ও পিটারসেনের মধ্যে:

Advertisement

আরও পড়ুন: খোঁচা দিয়েও ক্রিজে থাকলেন পূজারা, সোশ্যাল মিডিয়ায় উঠল ঝড়

আরও পড়ুন: রোহিত, শিখরের দাপটে বে ওভালে ৩২৪ রান তুলল ভারত

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement