Citizenship Amendment Act

বিক্ষোভ, অবরোধে আজও রাজ্যের বিভিন্ন জায়গায় অচলাবস্থা

সপ্তাহের প্রথম দিনেই কাজে বেরিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষ ও নিত্যযাত্রীদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯ ১১:৪২
Share:

মুর্শিদাবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। ছবি: পিটিআই।

তিন দিন পরেও সোমবার রাজ্যে অশান্তির ছবিটা একই রকম। জেলায় জেলায় রেল-সড়ক অবরোধ চলছে। কোথাও টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ, কোথাও আবার রেল অবরোধে সামিল হয়েছেন বিক্ষোভকারীরা। ফলে সপ্তাহের প্রথম দিনেই কাজে বেরিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষ ও নিত্যযাত্রীদের।

Advertisement

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে জ্বলে উঠেছিল অসম,ত্রিপুরা-সহ উত্তর-পূর্বের কয়েকটি রাজ্য। সেই বিক্ষোভের আঁচ বাংলাতেও এসে পৌঁছয়। শুক্রবার থেকে রাজ্যের নানা প্রান্তে বিক্ষোভ, অবরোধ, ভাঙচুর, ট্রেন-বাস এবং স্টেশনে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটছে। প্রতিবাদের আঁচ রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ছড়িয়ে পড়েছে।

পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিক্ষোভকারীদের সংযত হওয়ার আহ্বান জানান। কিন্তু তাঁর সেই আহ্বানেও কাজ হয়নি। এর পর তিনি সরাসরি হুঁশিয়ারি দেন, যাঁরা অশান্তি পাকাচ্ছেন তাঁদের বিরুদ্ধে রাজ্য সরকার কড়া পদক্ষেপ করবে। কাউকে ছাড়া হবে না। কিন্তু তার পরেও যে ছবিটা এতটুকুও বদলায়নি এ দিন সকাল হতেই তা টের পাওয়া গেল।

Advertisement

রাজ্যের যেখানে যেখানে অশান্তি:

• পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে পথ অবরোধ। ব্যাহত হচ্ছে যান চলাচল। দিঘাগামী সব বাস রাস্তায় দাঁড়িয়ে।

• ৩৪ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ চলছে সকাল থেকে।

• রানাঘাটে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ চলছে।

• পূর্ব মেদিনীপুরের বাঁসুলিয়া স্টেশনের কাছে অবরোধে। ব্যাহত ট্রেন চলাচল।

• পূর্ব মেদিনীপুরে ৪১ নম্বর জাতীয় সড়কে সকাল থেকই অবরোধ চলছে। অবরোধের জেরে ব্যাপক প্রভাব পড়েছে হলদিয়া শিল্পাঞ্চলে।

• বিক্ষোভ চলছে কাপাসেড়িয়া, হলদিয়া, মেচেদা এবং মহিষাদলে।

• নলহাটির লোহাপুল স্টেশনে আগুন।

• কোলাঘাটে জাতীয় সড়ক অবরোধ।

• কলকাতার চিনার পার্ক ও রাজারহাটে অবরোধের জন্য যান চলাচল ব্যাহত।

• হাওড়ার আমতায় রাস্তা অবরোধ।

• নদিয়ার শিমুরালি ও নাকাশিপাড়ায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ।

• হাওড়ার হরিদাদপুরে ট্রেন অবরোধ।

আরও পড়ুন: বদলালো না ছবি, রাজ্যে বিপর্যস্ত ট্রেন চলাচল, বাতিল বহু দূরপাল্লার ট্রেন

আরও পড়ুন: পিছনে কারা? অশান্তি মোকাবিলায় মুখ্যমন্ত্রীর বৈঠক প্রশাসনিক কর্তাদের নিয়ে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন