bjp

আসানসোলে বিজেপির কর্মসূচিতে গুলি, বোমা, আহত বেশ কয়েকজন

বিজেপির অভিযোগ তৃণমূল এই হামলা চালিয়েছে। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। এলাকায় রয়েছে বিশাল পুলিশবাহিনী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০ ১৩:০৩
Share:

ছিল শুরু হওয়ার সামান্য পরেই মিছিলে হামলা চালায় দুষ্কৃতীরা। নিজস্ব চিত্র

রণক্ষেত্র আসানসোল!

Advertisement

আসানসোলের বারাবনিতে ধুন্ধুমার। বিজেপির ‘আর নয় অন্যায়’ কর্মসূচিতে চলল বোমা, গুলি। বিজেপির অভিযোগ, হামলা চালিয়েছে তৃণমূল। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। কয়েকজনের চোট গুরুতর।

শুক্রবার সকালে ‘আর নয় অন্যায়’ কর্মসূচির মিছিল চলছিল আসানসোলের বারাবনিতে। অভিযোগ, সেই মিছিল শুরু হওয়ার সামান্য পরেই হামলা চালায় দুষ্কৃতীরা। চলে বোমা, গুলি। বেশ কয়েকটি বাইক ভাঙচুর করা হয়। আগুন লাগিয়ে দেওয়া হয়। লাঠি নিয়ে তেড়ে আসে দুষ্কৃতীরা। কয়েকটি দোকানেও আগুল লাগানো হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিজেপির স্থানীয় নেতা লক্ষণ ঘড়ুই। তিনি বলেন, ‘‘মিছিল শুরু হতেই বোমা আর গুলি বৃষ্টি শুরু হয়।’ ঘটনাস্থল থেকে তিনি ৪ আহত বিজেপি সমর্থককে গাড়ি করে হাসপাতালে নিয়ে যান। আহতদের ভর্তি করা হয় দুর্গাপুরের একটি হাসপাতালে। পরে সেখানে আসেন কৈলাস বিজয়বর্গীয়। আহতদের স্বাস্থ্যের খবর নেন তিনি। বিজেপির করা অভিযোগ অবশ্য অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল সভাপতি জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘‘এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস যুক্ত নয়। বিজেপির গোষ্ঠী কোন্দলের ফলে এই ঘটনা ঘটেছে।’’

Advertisement

বেশ কয়েকটি বাইক ভাঙচুর করা হয়। আগুন লাগিয়ে দেওয়া হয় গাড়িতে। লাঠি নিয়ে তেড়ে আসে দুষ্কৃতীরা। নিজস্ব চিত্র

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ও আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। তিনি বলেছেন, ‘‘কয়লা মাফিয়া ও দুষ্কৃতীদের স্বর্গরাজ্য বারাবনি। লালাকে (অনুপ মাজি) সামনে রেখে কয়লা মাফিয়া অসিত সিংহ দিনের পর দিন এই চক্র চালিয়ে গিয়েছে এবং এতে আগাগোড়া জড়িত আছেন আসানসোলের মেয়র তথা আসানসোলের তৃণমূল সভাপতি জিতেন্দ্র তিওয়ারি |’’ সিবিআই প্রসঙ্গ টেনে এনে বাবুল বলেছেন, ‘‘সিবিআই তল্লাশি ও গ্রেফতারিতে ভয়ে পেয়েই বিজেপির ‘আর নয় অন্যায়’ কর্মসূচিতে এই ন্যক্কারজনক হামলা। এই হামলার উত্তর মানুষ ২০২১-এ ইভিএম-এ দেবে। কে বলতে পারে, হয়তো তার আগেই এর বিহীত হবে।’’

মিছিলে গোলমালের খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয়েছে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। তবে গোটা এলাকা এখন আতঙ্কে রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু তাজা বোমা উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপি নেতা তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। বলেছেন, ‘‘পশ্চিমবঙ্গে বিজেপির উপর আঘাত নতুন কিছু নয়।’’ যদিও ঘটনার প্রেক্ষিতে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘সবই বিজেপির পূর্ব পরিকল্পিত। গোষ্ঠী কোন্দলের জন্যই এই হামলা হয়েছে। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন