Anandabazar Patrika Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading Newspaper

সিন্ধি মতে বিয়ে দীপবীরের?

রণবীর-দীপিকা

দিন কয়েক আগেই দীপিকা পাড়ুকোনকে বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘‘খুব শিগগিরি জানতে পারবেন।’’ এই উত্তরই রণবীর সিংহের সঙ্গে তাঁর বিয়ের জল্পনায় আরও একটু ঘি ঢেলেছে। ১০ নভেম্বর তাঁরা বিয়ে করছেন বলে শোনা গিয়েছে। তবে পাত্র-পাত্রী কোনও খবরেই সিলমোহর দেননি। সাবেকি সিন্ধি রীতিনীতি মেনে বিয়ে হবে। সিন্ধি বিয়ের একটি আচার ‘সান্থ’, যেখানে আত্মীয় ও বন্ধুরা মিলে বরের জামা ছিঁড়ে ফেলে, সেটাও পালন করা হবে রণবীর-দীপিকার বিয়েতে।

ইটালির লেক কোমোতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান হবে। বিরাট-অনুষ্কার মতোই দেশে ফিরে রিসেপশনের আয়োজন করবেন তাঁরা। বিবাহস্থলে নিমন্ত্রিতদের মোবাইল না নিয়ে যেতে অনুরোধ করেছেন হবু দম্পতি। ভক্তরা এখন শুভ সংবাদ নিশ্চিত হওয়ার অপেক্ষায়।


Anandabazar Patrika Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading Newspaper