Anandabazar Patrika Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading Newspaper

অভিষেকের বচ্চনের কলকাতা কলিং

‘মনমর্জিয়া’ ছবির কলাকুশলীদের সঙ্গ ফেসবুক লাইভে কলকাতা থেকে হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর অভিষেক বচ্চনের মধ্যে ‘কমন’ কী? দু’জনেই এখন নিজেদের ছবির প্রচারে লেগেছেন জোর কদমে। প্রসেনজিতের আসছে ‘কিশোরকুমার জুনিয়র’ এবং‌ অভিষেকের ‘মনমর্জ়িয়া’। আর প্রচার করতে করতেই ডিজিটাল দুনিয়ায় নতুন করে বন্ডিং হয়ে গেল দু’জনের।

কেমন সেটা? অভিষেককে প্রসেনজিৎ অনুরোধ করেছেন, কলকাতায় ‘মনমর্জ়িয়া’র একটি স্পেশ্যাল স্ক্রিনিং করার জন্য। যাতে টলিউড ইন্ডাস্ট্রিতে প্রসেনজিতের ঘনিষ্ঠরা দেখতে পারেন ছবিটি। তার সঙ্গে পারিবারিক চেনাজানা থাকার সূত্রে বচ্চন পরিবারকে কলকাতায় কয়েক দিন কাটিয়ে যাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন তিনি। অভিষেক মিষ্টি খেতে ভালবাসেন জেনে তাঁর জন্য কলকাতার রসগোল্লা পাঠানোর ব্যবস্থাও করেছেন ইন্ডাস্ট্রির বুম্বাদা।

অন্য দিকে অভিষেকও ফেসবুক লাইভে শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিতের আগামী ছবিকে। তাতে কিশোরকুমারের গাওয়া নিজের পছন্দের একটি গানও গেয়েছেন তিনি।


Anandabazar Patrika Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading Newspaper