মহিলাদের উত্ত্যক্ত করার অভিযোগে পুলিশ রবিবার রাতে চার যুবককে গ্রেফতার করেছে। দুর্গাপুরের বিভিন্ন মোড় থেকে তাদের ধরা হয়। পুলিশ জানায়, বেশ কয়েক দিন ধরেই ইভটিজিংয়ের নানা অভিযোগ আসছিল। তাই পরিকল্পনা করে অভিযুক্তদের ধরার কাজ চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের বিভিন্ন মোড়ে বেশ কিছু দিন ধরে মহিলাদের নানা ভাবে উত্ত্যক্ত করার অভিযোগ পুলিশের কাছে আসছিল। কোনও লিখিত অভিযোগ না হলেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে শুরু করে পুলিশ। আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার অজয় নন্দর নির্দেশে দুর্গাপুর মহিলা থানার পুলিশকর্মীদের সাদা পোশাকে মোতায়েন করা হয়। আশপাশে রাখা হয় কিছু সিভিক ভলান্টিয়ারকে। রবিবার সন্ধ্যায় ওই মহিলা পুলিশেরা ঘোরাফেরা করার সময়ে বেশ কিছু যুবক কটূক্তি করে বলে অভিযোগ। তাদের হাতেনাতে ধরে ফেলে পুলিশ। মোট চার জনকে এ ভাবে ধরা হয়। পুলিশ কমিশনার অজয় নন্দ জানান, ইদানীং দুর্গাপুরে এই ধরনের ঘটনা বেড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তাই পুলিশ ব্যবস্থা নিতে শুরু করেছে।