শিল্পতালুকে নিরাপত্তায় প্রশ্ন

কারখানায় রক্ষীর গুলি, জখম যুবক

রাতে কারখানায় কয়েক জনকে ঢুকতে দেখে চোর বলে সন্দেহ হয়েছিল রক্ষীদের। চিৎকার করে তাদের বেরিয়ে যেতে বললেও পালায়নি তারা। লাভ হয়নি শূন্যে গুলি ছুড়েও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০১৬ ০০:২২
Share:

রাতে কারখানায় কয়েক জনকে ঢুকতে দেখে চোর বলে সন্দেহ হয়েছিল রক্ষীদের। চিৎকার করে তাদের বেরিয়ে যেতে বললেও পালায়নি তারা। লাভ হয়নি শূন্যে গুলি ছুড়েও। শেষে মাটির দিকে তাক করে গুলি ছুড়লে পালায় বহিরাগতরা। তবে সেই গুলিতেই এক যুবক জখম হয়েছেন বলে অভিযোগ।

Advertisement

মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে দু্র্গাপুরের রাতুড়িয়া-অঙ্গদপুর শিল্পতালুকের একটি বেসরকারি ইস্পাত কারখানায়। বেসরকারি নিরাপত্তা রক্ষীদের গুলিতে গুরুতর জখম হয়ে পড়ে থাকা ওই যুবককে উদ্ধার করে পুলিশ। তাঁকে প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতাল, পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশ ও কারখানা সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে বেশ কয়েক জন কারখানায় ঢুকেছিল। পাহারায় থাকা বেসরকারি রক্ষীরা পুলিশকে জানান, চুরি করতে ঢুকেছিল কয়েকজন। প্রথমে চিৎকার-চেঁচামিচি করে তাড়ানোর চেষ্টা হয়। কিন্তু তারা পালায়নি। তখন শূন্যে গুলি চালানো হয়। তাতেও চোরেরা না পালানোয় মাটির দিকে তাক করে গুলি চালানো হয়। বাকিরা পালিয়ে গেলেও এক জনের উরুতে দিকে গুলি লাগে। খবর পেয়ে পুলিশ গিয়ে জখম যুবককে উদ্ধার করে। পুলিশ জানায়, ওই যুবকের নাম সুজিতকুমার মিশেল। বাড়ি দুর্গাপুরেরই এএসপি গেটের সামনে। পুলিশ জানায়, আহত খানিকটা সুস্থ হলে জেরা করা হবে।

Advertisement

শিল্পতালুকের কারখানাগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। চুরি-ডাকাতি ঠেকানো যাচ্ছে না বলে নানা সময়ে ক্ষোভ জানিয়েছেন কারখানার কর্তারা। মঙ্গলবার রাতের ঘটনার পরে ফের শিল্পতালুকের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন নানা কারখানার কর্তৃপক্ষ। পুলিশের আশ্বাস, টহলদারি বাড়ানো হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement