তৃণমূলের মাইক বাজিয়ে সভা করা নিয়ে বিতর্ক

সকালে মাজারে প্রার্থনা, পরে পায়ে হেঁটে আসানসোলের বিভিন্ন এলাকায় সভা করে ভোটের প্রচার করলেন তৃণমূল প্রার্থী দোলা সেন। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মাইক বাজিয়ে সভা করা নিয়ে বিতর্কও দেখা দিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মার্চ ২০১৪ ০১:০৯
Share:

ডামরার সভায় দোলা সেন।—নিজস্ব চিত্র।

সকালে মাজারে প্রার্থনা, পরে পায়ে হেঁটে আসানসোলের বিভিন্ন এলাকায় সভা করে ভোটের প্রচার করলেন তৃণমূল প্রার্থী দোলা সেন। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মাইক বাজিয়ে সভা করা নিয়ে বিতর্কও দেখা দিয়েছে। তৃণমূল নেতৃত্বের যদিও দাবি, ঘেরা জায়গায় সভা করেছেন তাঁরা। আশপাশে জনবসতিও ছিল না। তাই সমস্যা হওয়ার কথা নয়। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে বলে জানায় মহকুমা প্রশাসন।

Advertisement

বুধবার সকালে কুলটির ডিসেরগড়ের একটি মাজারে যান দোলা সেন। সঙ্গে ছিলেন কুলটির বিধায়ক বিধান উপাধ্যায়ও। প্রার্থনার পরে মাজারে হাজির প্রায় হাজার দু’য়েক ভক্তের সঙ্গে সময় কাটান তাঁরা। বিকেলে আসানসোলের ডামরা এলাকায় দলীয় সদস্য সমর্থকদের নিয়ে হেঁটে মিছিল করেন। হাটতলা থেকে শুরু হয়ে মিছিলটি শেষ হয় ডামরা হাইস্কুল মাঠে। স্কুলের সামনের মাঠে সভা করে প্রায় ঘণ্টা দেড়েক বক্তব্যও রাখেন দোলা। সভায় ছিলেন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় ও জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি ভি শিবদাসন। সভা শেষে বার্নপুরে আরেকটি নির্বাচনী সভায় যোগ দেন তাঁরা।

তবে ডামরা ও বার্নপুরের সভায় মাইক বাজানো নিয়ে বিতর্ক দানা বেধেছে। অভিযোগ, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মাইক না বাজানোর প্রশাসনিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হয়েছে। ডামরা এলাকায় গিয়ে দেখা গিয়েছে একাধিক চোঙা ও বড় বক্স বাজিয়ে সভা চলছে। মাইক বাজানোর অনুমতি নেওয়া হয়েছে কি না, জানতে চাওয়া হলে আসানসোলের মহকুমাশাসক অমিতাভ দাস বলেন, “আমরা মাইক বাজানোর কোনও অনুমতি দিইনি।” মহকুমাশাসক আরও জানান, এ ক্ষেত্রে ঠিক কী হয়েছে সে বিষয়ে খোঁজখবর করা হবে।

Advertisement

বিষয়টি নিয়ে তৃণমূলের জেলা (শিল্পাঞ্চল) কার্যকরী সভাপতি ভি শিবদাসনকে জিজ্ঞেস করা হলে তিনি দাবি করেন, তাঁরা ঘেরা জায়গায় সভা করেছেন। কাছাকাছি কোনও জনবসতিও ছিল না। ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সমস্যা হওয়ার কথা নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement