কিশোরীকে যৌনপল্লিতে বিক্রির নালিশ, যুবক গ্রেফতার

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক কিশোরীকে যৌনপল্লিতে বিক্রি করার অভিযোগে এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিলেন দুর্বার গোষ্ঠীর মহিলারা। সোমবার বিকেলে বসিরহাটের মাটিয়ায় ওই ঘটনায় পুলিশ ব্যরাকপুরের বন্দিপুর গ্রামের বাসিন্দা রহিত সেনকে গ্রেফতার করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৪ ০১:০১
Share:

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক কিশোরীকে যৌনপল্লিতে বিক্রি করার অভিযোগে এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিলেন দুর্বার গোষ্ঠীর মহিলারা। সোমবার বিকেলে বসিরহাটের মাটিয়ায় ওই ঘটনায় পুলিশ ব্যরাকপুরের বন্দিপুর গ্রামের বাসিন্দা রহিত সেনকে গ্রেফতার করেছে।

Advertisement

বসিরহাটের এসডিপিও অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “দুর্বার গোষ্ঠী পুলিশকে ফোন করে জানায় যে একটি কিশোরীকে মাটিয়ায় যৌনপল্লিতে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। এরপর পুলিশ গিয়ে সেখান থেকে ওই কিশোরীকে উদ্ধার করে ও তার অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেফতার করে।”

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, “তিন বছর আগে ব্যারাকপুরের নীলগঞ্জ এলাকার বাসিন্দা ওই কিশোরীর সঙ্গে রহিতে পরিচয় হয়। কিশোরীটি তখন নবম শ্রেণিতে পড়ত। ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে। তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বিয়েতে কিশোরীটির বাড়ির মত না থাকায় সে বাড়ি থেকে ২০ হাজার টাকা নিয়ে রহিতের সঙ্গে পালিয়ে যায়। এর পর রহিত তাকে বিয়ে করবে বলে বসিরহাটের মাটিয়ায় নিয়ে আসে। কিন্তু সেখানে সে তাকে যৌনপল্লিতে বিক্রি করে দেয়। তাকে মেরে ফেলার হুমকি দিয়ে দেহ ব্যবসায় নামতে বাধ্য করা হয় বলে কিশোরীর অভিযোগ। বাড়ি ফেরার জন্য বলকে তাকে প্রচণ্ড মারধর করা হত বলে ওই কিশোরী জানিয়েছে। সোমবার সকালেও সে বাড়িতে যাওয়ার কথা বললে রহিত তাকে দা নিয়ে তাড়া করে। ওই কিশোরী ওই এলাকায় দুর্বার মহিলা সমিতির দ্বারস্থ হয়। কিশোরীর কাছে সমস্ত ঘটনা শুনে রহিতকে আটকে রেখে তারা পুলিশকে খবর দেন।

Advertisement

‘দুর্বার’-এর তরফে জানানো হয়েছে, কোনও মহিলাকে কেউ যদি জোর করে বা ভয় দেখিয়ে দেহ ব্যবসায় নামাতে চায়, তার বিরোধিতা করে ওই সংগঠন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement