ভোটের দোহাই দিয়ে আসামীকে আদালতে হাজির করাতে পারল না পুলিশ। ফলে খরজুনা মামলার সওয়াল জবাব পিছিয়ে গেল। সোমবার মুর্শিদাবাদের কান্দি আদালতের বিচারক তাপসচন্দ্র দাসের এজলাসে ওই মামলার সওয়াল জবাব শুরুর কথা ছিল। কিন্তু পুলিশ অভিযুক্ত প্রকাশ দাসকে বহরমপুর জেল থেকে আদালতে হাজির করেনি। ফলে ১ জুন সওয়াল জবাবের পরবর্তী দিন ধার্য হয়েছে। ২০১৩ সালের জুনে মুর্শিদাবাদের বড়ঞার খরজুনা গ্রামের এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে প্রকাশ দাসের বিরুদ্ধে।