জাতীয় সড়কে দুর্ঘটনা, অবরোধ

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় উত্তেজনা ছড়াল উলুবেড়িয়ার পিরতলায়। প্রায় এক ঘণ্টা ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। যানজটে নাকাল হন নিত্যযাত্রীরা। পুলিশ সূত্রে খবর, পিরতলায় রাস্তা পার হওয়ার সময় এক ব্যক্তিকে ধাক্কা মারে গাড়ি। তিনি আহত হন। এরপরেই বাসিন্দারা অবরোধ শুরু করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকায় ট্রাফিক পুলিশের ব্যবস্থার জন্য প্রশাসনের কাছে আবেদন করা হলেও কাজ হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০১৫ ০২:৫২
Share:

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় উত্তেজনা ছড়াল উলুবেড়িয়ার পিরতলায়। প্রায় এক ঘণ্টা ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। যানজটে নাকাল হন নিত্যযাত্রীরা। পুলিশ সূত্রে খবর, পিরতলায় রাস্তা পার হওয়ার সময় এক ব্যক্তিকে ধাক্কা মারে গাড়ি। তিনি আহত হন। এরপরেই বাসিন্দারা অবরোধ শুরু করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকায় ট্রাফিক পুলিশের ব্যবস্থার জন্য প্রশাসনের কাছে আবেদন করা হলেও কাজ হয়নি। পরে পুলিশ এসে দাবি পূরণের ব্যবস্থা করার আশ্বাস দিলে অবরোধ ওঠে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement