Kolkata news

ঘর থেকে বাবা-মা ও মেয়ের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার বাগুইআটিতে

একই পরিবারের তিন সদস্য খুনে চাঞ্চল্য ছড়াল বাগুইআটি এলাকায়। রবিবার গভীর রাতে ঘর থেকে উদ্ধার হয় মা, বাবা ও মেয়ের ক্ষতবিক্ষত দেহ। মৃতেরা হলেন গণেন্দ্রনাথ মিত্র (৬০), বিমলা মিত্র (৫৫) সোমা মিত্র (২৮)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২৯
Share:

একই পরিবারের তিন সদস্য খুনে চাঞ্চল্য ছড়াল বাগুইআটি এলাকায়। রবিবার গভীর রাতে ঘর থেকে উদ্ধার হয় মা, বাবা ও মেয়ের ক্ষতবিক্ষত দেহ। মৃতেরা হলেন গণেন্দ্রনাথ মিত্র (৬০), বিমলা মিত্র (৫৫) সোমা মিত্র (২৮)।

Advertisement

ওই বাড়ি থেকে পচা গন্ধ পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে ঘর থেকে তিন জনের দেহ উদ্ধার করে। ওই তিন জনেরই শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, কোনও ভোঁতা বস্তু দিয়ে তাঁদের আঘাত করে খুন করা হয়েছে। পুরনো কোনও শত্রুতার জেরে এই খুন বলে ধারণা পুলিশের। তবে কখন, কারা, কেন তাঁদের খুন করল তা নিয়ে এখনও ধোঁয়াশায় বাগুইআটি থানার পুলিশ। এই ঘটনায় তিন মহিলা-সহ ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ৩০২ ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন: বাসিন্দা ও পুরসভার উদাসীনতায় পুরনো বাড়ি যেন মরণফাঁদ

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement