বিপজ্জনক বাড়ি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীও

শহরের একের পর এক বিপজ্জনক বাড়ি ভেঙে দুর্ঘটনা যে ভাবে বাড়ছে তাতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে বিপদ মোকাবিলায় একটি সুনির্দিষ্ট পথ ঠিক করতে নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার রাতে উত্তর কলকাতার পাথুরিয়াঘাটা স্ট্রিটে পুরনো বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ার খবর মেয়রের আগেই জেনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৬ ০১:৫৬
Share:

শহরের একের পর এক বিপজ্জনক বাড়ি ভেঙে দুর্ঘটনা যে ভাবে বাড়ছে তাতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে বিপদ মোকাবিলায় একটি সুনির্দিষ্ট পথ ঠিক করতে নির্দেশ দিয়েছেন তিনি।

Advertisement

মঙ্গলবার রাতে উত্তর কলকাতার পাথুরিয়াঘাটা স্ট্রিটে পুরনো বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ার খবর মেয়রের আগেই জেনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনিই এর পরে মেয়র শোভন চট্টোপাধ্যায়কে ঘটনাস্থলে পাঠান।
পরে মেয়র জানান, আজ বুধবার, সিঙ্গুরের কর্মসূচি মিটে গেলে বৃহস্পতিবারই রাজ্য সরকারের সঙ্গে পুর-কর্তৃপক্ষের বৈঠক হবে এবং সেখানেই বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ার বিপদ ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপের সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

পুরসভার হিসেব মতো কলকাতায় হাজার তিনেক পুরনো বিপজ্জনক বাড়ি রয়েছে। তার মধ্যে প্রায় ২৪০০টি উত্তর ও মধ্য কলকাতায়। পুরসভার এক পদস্থ আধিকারিকের দাবি, প্রতিটি ক্ষেত্রেই নোটিস পাঠিয়ে বাড়ি খালি করার কথা বলা হয়। কিন্তু সেই সতর্কবাণী উপেক্ষা করেই লোকজন সেখানে থেকে যান। অনেক ক্ষেত্রে বাড়ির বাসিন্দারা আদালতেও চলে যান। ফলে ভাঙার কাজ ব্যাহত হয়। এমনকী কোনও কোনও ক্ষেত্রে বাড়ি ভাঙতে গেলে পুরকর্মীদের বাধার মুখে পড়তে হয় বলেও পুরসভার অভিযোগ।

Advertisement

মেয়র বলেন, ‘‘শহরে আবাসন সমস্যা আছে। পুরনো বাড়ির মালিকেরা কম ভাড়া পান বলে অনেক সময়ে বাড়ি মেরামতিতেও উৎসাহ দেখান না। এই সব বাস্তবতা মাথায় রেখেই সমস্যাটির দ্রুত স্থায়ী সমাধান খঁুজতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার থেকে সেই চেষ্টাই শুরু হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement