Indigo Flight Problems

উড়ান-সমস্যার কিছুটা উন্নতি, তবে এখনও যাত্রী টানছে ট্রেন

এ দিন কলকাতা বিমানবন্দরের পরিস্থিতি গত কয়েক দিনের তুলনায় ছিল অনেকটাই উন্নত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১০:১৫
Share:

স্বস্তি: ছন্দে ফিরছে ইন্ডিগোর উড়ান পরিষেবা। সোমবার, কলকাতা বিমানবন্দরে। ছবি: সুদীপ ঘোষ।

সংখ্যায় কমে এলেও উড়ান বাতিলের সমস্যা থেকে পুরোপুরি মুক্ত হতে পারল না ইন্ডিগো। সোমবার তাদের উড়ান-সংখ্যা বাড়লেও এ দিনও সারা দেশে সংস্থার ৫৬২টি উড়ান বাতিল থেকেছে। তার মধ্যে শুধু বেঙ্গালুরু বিমানবন্দর থেকেই বাতিল হয়েছে ১৫০টি উড়ান। তবে, রবিবারের পরে সংস্থার উড়ানের সংখ্যা এ দিন সামান্য বৃদ্ধি পাওয়ায় সময়ানুবর্তিতা কিছুটা উন্নত হয়েছে।

রাতের দিকে সংস্থার পক্ষ থেকে উড়ান-সংখ্যা আরও বাড়ানোর কথা জানানো হয়। সংস্থার এক্স হ্যান্ডলে জানানো হয়েছে, উড়ানের সংখ্যা ১৮০০ পর্যন্ত পৌঁছেছে। গত রবিবারের ৭৯ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে উড়ানের সময়ানুবর্তিতা ৯০ শতাংশ ছোঁয়ার কথাও দাবি করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। কাল, বুধবারের মধ্যে পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হবে বলে ইন্ডিগোর দাবি। পাশাপাশি, বিভিন্ন বিমানবন্দরে জমে থাকা যাত্রীদের বেশির ভাগ মালপত্র দ্রুত তাঁদের কাছে পৌঁছে দেওয়ার কাজও সম্পূর্ণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

এ দিন কলকাতা বিমানবন্দরের পরিস্থিতি গত কয়েক দিনের তুলনায় ছিল অনেকটাই উন্নত। তবে, এ দিনও কলকাতায় এসে পৌঁছনোর কথা ছিল, এমন উড়ান বাতিলের ঘটনা ঘটেছে। সকালের দিকে কলকাতায় এসে পৌঁছনোর কথা ছিল, এমন দু’টি উড়ানের যাত্রা বাতিল হয়। সারা দিনে বাতিল হয় আরও কিছু উড়ান। গত কয়েক দিনের উড়ান-সমস্যার জেরে কলকাতা বিমানবন্দরের দৈনিক যাত্রী সংখ্যা কমে ৪০-৪৫ হাজারে নেমে এসেছে বলে খবর। শীতের মরসুমে ব্যস্ত দিনে ওই সংখ্যা প্রায় ৬৪ হাজার ছুঁয়ে ফেললেও গত কয়েক দিনের বিভ্রাটের কারণে যাত্রী সংখ্যায় ভাটা পড়েছে।

ইন্ডিগোর পক্ষ থেকে সারা দেশে যাত্রীদের টিকিট বাতিল খাতে ৮২৭ কোটি টাকা ফেরানোর কথা জানানো হয়েছে। সংস্থার নিজস্ব উড়ানের ভাড়া বিভিন্ন রুটে সরকারি নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যেই রয়েছে বলে জানা গিয়েছে।

সংস্থার তরফে পাইলটদের কাজের সময় নির্ধারণ সংক্রান্ত সমস্যা ছাড়াও কিছু প্রযুক্তিগত সমস্যাকে উড়ান বাতিলের কারণ হিসাবে ব্যাখ্যা করা হয়েছে বিমান পরিবহণ নিয়ামক সংস্থা (ডিজিসিএ)-র কাছে। সূত্রের খবর, কাল, বুধবার ইন্ডিগোর চিফ এগ্‌জিকিউটিভ অফিসার এবং চিফ অপারেটিং অফিসারকে তলব করতে পারে ডিজিসিএ। পরিস্থিতি সামাল দিতে এয়ার ইন্ডিয়া এবং স্পাইসজেট কিছু বাড়তি উড়ান চালানোর সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর।

কলকাতা থেকে ইন্ডিগোর যে সব উড়ান চলে, এ দিন সেগুলির বেশির ভাগ নির্দিষ্ট সময়ে ছেড়েছে। তবে, বেঙ্গালুরুগামী উড়ানের যাত্রীদের কিছুটা সমস্যায় পড়তে হয়। উড়ানের ভাড়ার হার আগের তুলনায় সামান্য কমলেও এখনও তা পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে যাত্রীদের অভিযোগ। কলকাতা থেকে মুম্বই, চেন্নাইয়ের উড়ান-যোগাযোগ স্বাভাবিক হলেও বেঙ্গালুরুর উড়ানের ভাড়া এখনও যথেষ্ট বেশি। সবচেয়ে বেশি সমস্যা রয়েছে হায়দরাবাদগামী উড়ানের ক্ষেত্রে। কলকাতা থেকে ওই বিমানবন্দরের উদ্দেশে এখনও উড়ান চলাচল স্বাভাবিক হয়নি।

এ দিন দক্ষিণ-পূর্ব রেল শালিমার থেকে সেকেন্দরাবাদ সংলগ্ন চেরলাপল্লি স্টেশনের উদ্দেশে যে বিশেষ ট্রেন চালিয়েছে, সেই ট্রেনটি সম্পূর্ণ ভর্তি অবস্থায় গিয়েছে। আজ, মঙ্গলবার বেঙ্গালুরুর এলাহাঙ্কা থেকে সাঁতরাগাছি অভিমুখে বিশেষ ট্রেন ছাড়বে। এর আগে মুম্বই, বেঙ্গালুরু অভিমুখে চালানো ট্রেনও সম্পূর্ণ ভর্তি ছিল বলে রেল সূত্রের খবর। আজ, মঙ্গলবার শালিমার থেকে ফের সেকেন্দরাবাদের ট্রেন চলতে পারে। মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাস থেকে শিয়ালদহ অভিমুখে বিশেষ ট্রেন ছাড়ার কথা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন