ভুয়ো অ্যাকাউন্ট খুলে হুমকি, গ্রেফতার এক

হুমকি দিয়ে ওই মহিলার থেকে টাকা আদায়ও করছিল। এই অভিযোগে সোমবার ধানবাদ থেকে অমিত কুমার (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে শহরে নিয়ে এসেছে বিধাননগর সাইবার থানার পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৮ ০১:৪৪
Share:

ফেসবুকে এক মহিলার ভুয়ো অ্যাকাউন্ট খুলে সেখানে তাঁর ছবি দিয়ে অশালীন মন্তব্য করেছিল এক যুবক। এমনকি, হুমকি দিয়ে ওই মহিলার থেকে টাকা আদায়ও করছিল। এই অভিযোগে সোমবার ধানবাদ থেকে অমিত কুমার (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে শহরে নিয়ে এসেছে বিধাননগর সাইবার থানার পুলিশ। ধৃতের থেকে মোবাইল-সহ বেশ কিছু বৈদ্যুতিন যন্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। তার বিরুদ্ধে হুমকি দিয়ে টাকা আদায়, যৌন হেনস্থা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ, বুধবার তাকে আদালতে তোলা হবে।
পুলিশ সূত্রের খবর, ধৃত যুবক বি-টেক পাশ, একটি প্যাথলজিকাল ল্যাবে কাজ করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এক বছর আগে ঝাড়খণ্ডের ধানবাদ জেলার জগজীবন নগরের বাসিন্দা অমিতের সঙ্গে ফোনে আলাপ হয়েছিল অভিযোগকারিণীর। পরে ফেসবুকে তাঁদের মধ্যে যোগাযোগ বাড়ে। এর পরে অমিতের সঙ্গে ওই মহিলা দেখাও করেন। সেখানেই ধৃত তাঁর বেশ কিছু ছবি তোলে।
অভিযোগ, এর পরে ওই মহিলার ছবি ব্যবহার করে তাঁর নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলে অমিত। সেখানেই ওই মহিলার ছবি পোস্ট করে অশালীন মন্তব্য লেখে। ওই ভুয়ো অ্যাকাউন্টে মহিলার আরও ছবি দেওয়ার ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে কয়েক হাজার টাকা আদায় করে অমিত। এমনকি নিগৃহীতাকে অশালীন প্রস্তাবও দেওয়া হয়
বলে অভিযোগ। এর পরেই থানায় যান ওই মহিলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement