IndiGo Flight Operations Hit

উড়ান-বিপত্তিতে আটক যাত্রীদের উদ্ধারে বড় শহরে বিশেষ ট্রেন

প্রথম সারির ৩৭টি গুরুত্বপূর্ণ ট্রেনে ১১৬টি অতিরিক্ত কোচ যোগ করার কথা রেলের তরফ থেকে শনিবার জানানো হয়েছে। এ দিন থেকেই ওই ব্যবস্থা কার্যকর হয়েছে বলে রেল সূত্রের খবর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ১০:০০
Share:

—প্রতীকী চিত্র।

দেশ জুড়ে ইন্ডিগো উড়ানের বিভ্রাট অব্যাহত। যা বড় আকার নিয়েছে দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদের মতো মেট্রো শহরে। এর জেরে দেশের বিভিন্ন শহরে আটকে পড়া যাত্রীদের ফেরাতে এগিয়ে এল ভারতীয় রেল।

প্রথম সারির ৩৭টি গুরুত্বপূর্ণ ট্রেনে ১১৬টি অতিরিক্ত কোচ যোগ করার কথা রেলের তরফ থেকে শনিবার জানানো হয়েছে। এ দিন থেকেই ওই ব্যবস্থা কার্যকর হয়েছে বলে রেল সূত্রের খবর। পাশাপাশি, ওই সব শহরে ট্রেনে যাত্রীদের অপেক্ষমাণ তালিকার দিকে নজর রাখা হচ্ছে। চাহিদা অনুযায়ী অতিরিক্ত ট্রেন চালানোর নির্দেশও দেওয়া হয়েছে। রাজধানী, দুরন্ত, শতাব্দী, হামসফর এক্সপ্রেসের মতো ট্রেনে বাড়তি এসি টু টিয়ার, থ্রি টিয়ার কামরা জোড়া হয়েছে।

বহু উড়ান বাতিলের জেরে শনিবার হায়দরাবাদ বিমানবন্দরে যাত্রীদের ক্ষোভ চরমে ওঠে। পরিস্থিতি সামলাতে দক্ষিণ-মধ্য রেল কর্তৃপক্ষ তৎপর হয়ে হায়দরাবাদের একাধিক টার্মিনাল থেকে মুম্বই, চেন্নাই এবং কলকাতার শালিমার স্টেশনগামী ট্রেন চালানোর ব্যবস্থা করেছেন। আটকে পড়া যাত্রীদের ফেরাতে শনিবার রাত ১১টায় হাওড়া থেকে বিশেষ ট্রেন দিল্লির উদ্দেশে ছেড়েছে। সেটি আগামী কাল, সোমবার ভোর সাড়ে ৪টেয় দিল্লি পৌঁছবে। দিল্লি থেকে ওই দিনই সকাল সাড়ে ৭টায় ছেড়ে ট্রেনটি মঙ্গলবার দুপুর দেড়টায় হাওড়ায় পৌঁছবে।

দিল্লি থেকে বিশেষ ট্রেন শনিবার হাওড়ার উদ্দেশে ছেড়েছে। ট্রেনটি সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ছেড়ে আজ, রবিবার রাত সাড়ে ১১টায় হাওড়ায় পৌঁছবে। দু’টি ট্রেনই ব্যান্ডেল, দুর্গাপুর, বর্ধমান, আসানসোল থামবে। এ ছাড়াও শিয়ালদহ থেকে মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাসগামী একটি ট্রেন শনিবার রাত সাড়ে এগারোটায় শিয়ালদহ ছেড়েছে। সেটি সোমবার বিকেল সাড়ে ৩টেয় মুম্বই পৌঁছবে। ফিরতি পথে ওই ট্রেন মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় ছেড়ে পরদিন সন্ধ্যা সাড়ে ৭টায় শিয়ালদহে ঢুকবে।

দক্ষিণ-পূর্ব রেল হাওড়া থেকে মুম্বই (সিএসএমটি), সাঁতরাগাছি থেকে বেঙ্গালুরুর এলাহাঙ্কা এবং শালিমার থেকে হায়দরাবাদ সংলগ্ন চেরলাপল্লি স্টেশনের মধ্যে বিশেষ ট্রেন চালাচ্ছে।‌ এ দিন দুপুরে হাওড়া থেকে রওনা দিয়েছে মুম্বইগামী ট্রেনটি। ৮ ডিসেম্বর ট্রেনটি ফের মুম্বই থেকে রওনা হবে। চেরলাপল্লির ট্রেনটি শনিবার রাতে শালিমার রওনা দিয়েছে। সেটি ৮ ডিসেম্বর দুপুর ১২টা ১০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। আজ, রবিবার সাঁতরাগাছি থেকে দুপুর ২টো ৪৫ মিনিটে এলাহাঙ্কার উদ্দেশে রওনা দেবে ট্রেনটি। ৯ ডিসেম্বর ভোর ৪টে ৪৫মিনিটে এলাহাঙ্কা ছাড়বে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন