‘শ্লীলতাহানি’, গ্রেফতার ২

চলন্ত বাসে এক মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায়। ধৃতদের নাম চন্দন হেলা এবং নরসিংহ নায়েক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৬ ২৩:৫২
Share:

চলন্ত বাসে এক মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায়। ধৃতদের নাম চন্দন হেলা এবং নরসিংহ নায়েক। পুলিশ জানায়, ওই মহিলা বি বা দী বাগ-সল্টলেক রুটের একটি মিনিবাসে উঠেছিলেন। অভিযোগ, ভিড়ের মধ্যেই নরসিংহ তাঁর গায়ে হাত দেন। মহিলা প্রতিবাদ করলেও তিনি কানে তোলেননি। এই নিয়ে বচসা শুরু হলে চন্দন অভিযুক্তকে সমর্থন করেন। করুণাময়ীর মোড়ে বাস থামলে ওই মহিলা যাত্রী চিৎকার শুরু করেন। কাছেই ছিল পুলিশের টহলদারি ভ্যান। মহিলার অভিযোগ শুনে ওই দুই যাত্রীকে ধরে পুলিশ। পরে তাদের গ্রেফতার করা হয়। অভিযুক্তেরা অবশ্য দাবি করেছেন, তাঁরা ইচ্ছাকৃতভাবে মহিলার গায়ে হাত দেননি। বাসে ভিড় থাকায় তাঁদের সঙ্গে মহিলার ধাক্কা লাগে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement