ভিআইপিতেও পুলিশের তোলা? ভয়ে পালাতে গিয়ে দুই লরির ধাক্কা

বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পর ভিআইপি রোড। পুলিশের তোলার ভয়ে পালাতে গিয়ে সে দিন এক লরি চাপা দিয়ে মেরেছিল চার শিশুকে। আর আজ ভিআইপি রোডে দুই লরির ধাক্কার ঘটনাতেও সেই তোলাবাজিরই অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।

Advertisement
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৬ ১৭:০০
Share:

বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পর ভিআইপি রোড। পুলিশের তোলার ভয়ে পালাতে গিয়ে সে দিন এক লরি চাপা দিয়ে মেরেছিল চার শিশুকে। আর আজ ভিআইপি রোডে দুই লরির ধাক্কার ঘটনাতেও সেই তোলাবাজিরই অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।

Advertisement

সকাল সাড়ে ৬টা নাগাদ দমদম পার্কের কাছে এই দুর্ঘটনার জেরে ভিআইপি রোডে তীব্র যানজট তৈরি হয়। গাড়ি চলাচল স্বাভাবিক হতে লেগে যায় ঘণ্টা তিনেক।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা বলছেন, আজ সকালে দমদম পার্কের কাছে পাথর বোঝাই দু’টি লরি পর পর যাচ্ছিল। সেই সময় পুলিশের দুই কনস্টেবল প্রথম লরিটি থামিয়ে ড্রাইভারের কাছ থেকে টাকা চায়। টাকা দেওয়ার ভয়ে পিছনের লরিটি ওভারটেক করে পালাতে যায়। ব্রেকফেল করে সেটি ধাক্কা মারে সামনের লরিটিকে। আহত হন ওই লরির খালাসি। তাঁকে আরজি করে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। দীর্ঘ ক্ষণের জন্য ভিআইপি রোড়ে সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায় যান চলাচল। লেকটাউন থানার পুলিশ ঘণ্টা তিনেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement