উৎসবে আঁটোসাঁটো নিরাপত্তা

বড়দিন উপলক্ষে জোরদার করা হচ্ছে পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকার নিরাপত্তা ব্যবস্থা। লালবাজার সূত্রে খবর, ২৪ ডিসেম্বর বিকেল থেকে ২৫ ডিসেম্বর সকাল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকার গির্জাগুলিতে থাকবে পুলিশি প্রহরা। ২৪ তারিখ বিকেল থেকে রাত পর্যন্ত জওহরলাল নেহরু রোড থেকে উড স্ট্রিট পর্যন্ত কোনও গাড়ি চলাচল করবে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৫ ০০:৩৩
Share:

বড়দিন উপলক্ষে জোরদার করা হচ্ছে পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকার নিরাপত্তা ব্যবস্থা। লালবাজার সূত্রে খবর, ২৪ ডিসেম্বর বিকেল থেকে ২৫ ডিসেম্বর সকাল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকার গির্জাগুলিতে থাকবে পুলিশি প্রহরা। ২৪ তারিখ বিকেল থেকে রাত পর্যন্ত জওহরলাল নেহরু রোড থেকে উড স্ট্রিট পর্যন্ত কোনও গাড়ি চলাচল করবে না। পার্ক স্ট্রিটের ভিতরের রাস্তাগুলিতেও গাড়ি ঢোকা ও বেরোনো বন্ধ থাকবে। শহরের বিভিন্ন পানশালা ও নাইটক্লাবেও থাকবে পুলিশের প্রহরা। এ ছাড়াও ওই সময়ে বিভিন্ন এলাকায় থাকছে মোটরবাইকে পুলিশি টহলদারি, পুলিশ সহায়তা কেন্দ্র, নজরদার টাওয়ার।

Advertisement

এ ছাড়া, বড়দিনের রাতে বাইকবাহিনীর দাপট আটকাতে এবং বিভিন্ন গাড়ি তল্লাশির জন্য পার্ক স্ট্রিট-সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে চেকিংয়ের ব্যবস্থা থাকবে। শহরের পাঁচতারা হোটেলগুলির বাইরেও থাকবে পুলিশি নজরদারি। মঙ্গলবার লালবাজারে পুলিশের এক কর্তা বলেন, ‘‘নির্বিঘ্নে উৎসব পালনের জন্য শহরের সর্বত্রই ২৪ ডিসেম্বর রাত থেকে ২৫ ডিসেম্বর সকাল পর্যন্ত কড়া নজরদারির ব্যবস্থা থাকছে।’’ সোমবার শহরের একটি অনুষ্ঠানে পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থ জানিয়েছিলেন, উৎসবের সময়ে লাইভ ইউ ব্যাকপ্যাক-সহ ডিজিটাল ক্যামেরা নিয়ে সম্পূর্ণ পার্ক স্ট্রিটে ঘুরবেন পুলিশকর্মীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement