নন্দকুমারে উদ্ধার ৭৫ মোবাইল, ধৃত ২

মাস দুয়েক আগে চুরির ঘটনা ঘটেছিল পশ্চিম মেদিনীপুরের দাসপুরের এক মোবাইলের দোকানে। সেই ঘটনার তদন্তে নেমে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থেকে দু’জনকে গ্রেফতার করল পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৭ ০০:৪৩
Share:

বমাল: উদ্ধার হওয়া মোবাইল দেখাচ্ছেন জেলার পুলিশ সুপার। পিছনে ধৃতেরা। নিজস্ব চিত্র

মাস দুয়েক আগে চুরির ঘটনা ঘটেছিল পশ্চিম মেদিনীপুরের দাসপুরের এক মোবাইলের দোকানে। সেই ঘটনার তদন্তে নেমে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থেকে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৭৫টি মোবাইল। নতুন ওই মোবাইলগুলি দাসপুরের দোকান থেকে চুরি গিয়েছিল বলেই জানিয়েছে পুলিশ।

Advertisement

এই ঘটনায় ধৃতেরা হল নন্দলাল দোলুই এবং অজয় মাইতি। নন্দলালের বাড়ি নন্দকুমারে, অজয়ের বাড়ি পাঁশকুড়ার কনকপুরে। মঙ্গলবার বিকেলে নিজের দফতরে এক সাংবাদিক বৈঠকে পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার ভারতী ঘোষ জানান, একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। ওই গাড়িতেই চোরাই মোবাইল অন্যত্র পাচার করা হত। পুলিশ সুপার বলেন, “তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।’’

দাসপুর বাজারের মোবাইল দোকানে চুরির ঘটনাটি ঘটে গত ২৬ জানুয়ারি। শাটার ভেঙে অনেকগুলি মোবাইল নিয়ে যায় দুষ্কৃতীরা। তদন্তে নেমে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার, পাঁশকুড়ায় দফায় দফায় তল্লাশি-অভিযান চালানো হয়। শেষমেশ সোমবার রাতে ওই দু’জন ধরা পড়ে। এ দিন পুলিশ সুপারের সাংবাদিক বৈঠকে ছিলেন ডেপুটি পুলিশ সুপার (ক্রাইম) পরাগ ঘোষ, দাসপুর থানার ওসি প্রদীপ রথ প্রমুখ। ঘটনার তদন্তে তল্লাশি-অভিযানে গিয়েছিলেন পরাগবাবুরা। জেলা পুলিশের এক কর্তার কথায়, “এটাকে চুরি না বলে ডাকাতি বলাই ভাল। প্রচুর মোবাইল নিয়ে পালিয়েছিল দুষ্কৃতীরা।’’ ঘটনার সঙ্গে কি বড় দুষ্টচক্রের যোগ রয়েছে? জেলা পুলিশের ওই কর্তার জবাব, “থাকতে পারে।’’ দুষ্টচক্রের মূল পান্ডাদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement