ফুটবলারের খোঁজে উদ্যোগ প্রশাসনের

জেলার প্রতিভাবান ফুটবলাদের খুঁজে বের করতে উদ্যোগী হল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। জেলার হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে প্রতিভাবান ফুটবলারদের বাছাই করতে আগামী অগস্ট মাসে মহকুমা ভিত্তিক ফুটবল দল গঠন করে জেলাস্তরে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৬ ০০:৩৫
Share:

জেলার প্রতিভাবান ফুটবলাদের খুঁজে বের করতে উদ্যোগী হল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। জেলার হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে প্রতিভাবান ফুটবলারদের বাছাই করতে আগামী অগস্ট মাসে মহকুমা ভিত্তিক ফুটবল দল গঠন করে জেলাস্তরে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হবে। পূর্ব মেদিনীপুরের জেলা শাসক রশ্মি কমল জানান, ‘‘ছেলে ও মেয়েদের ফুটবল দল গঠন করে এই প্রতিযোগিতার মাধ্যমে ফুটবলারদের বাছাই করা হবে।’’

Advertisement

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলাস্তরে ফুটবল প্রতিযোগিতার জন্য মহকুমা ভিত্তিক যে ফুটবল দল তৈরি করা হবে তাতে ১৪ বছরের অনূর্ধ্ব ছেলেদের ২০ জন থাকবে । মেয়েদের ক্ষেত্রে কন্যাশ্রী প্রকল্পের অন্তর্ভুক্ত ছাত্রীদের নিয়ে এই ফুটবল দল গঠন করা হবে। প্রতিটি দলের জন্য একজন কোচ ও একজন ম্যানেজার থাকবেন। জেলার বিভিন্ন এলাকার স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা খেলায় আগ্রহী ব্লক স্তরে সেইসব ছেলে-মেয়েদের মধ্যে থেকে বাছাই করে মহকুমা ভিত্তিক ফুটবল দল তৈরি করা হবে। ছেলে ও মেয়েদের জন্য তমলুক, হলদিয়া, কাঁথি, এগরা মহকুমার চারটি দল গড়া হবে। ছেলেদের চারটি ফুটবল দলকে নিয়ে লিগ পদ্ধতিতে প্রতিযোগিতা হবে।

ফাইনাল খেলা হবে আগামী ১৫ অগস্ট তমলুক রাখাল মেমোরিয়াল ফুটবল ময়দানে। মেয়েদের চারটি ফুটবল দল নিয়ে প্রথমে একটি খেলা হবে এগরা বনাম কাঁথি মহকুমা দলের মধ্যে। আর একটি খেলা হবে তমলুক ও হলদিয়া মহকুমার মধ্যে। ওই দুই ম্যাচের বিজয়ী দলকে নিয়ে ১৪ অগস্ট তমলুক রাখাল মেমোরিয়াল ময়দানে ফাইনাল খেলা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement