মহিলা খুনে গ্রেফতার দেওর

এক মহিলাকে খুনের ঘটনায় তাঁর দেওরকে গ্রেফতার করল পুলিশ। রবিবার সকালে পাঁশকুড়া থানার মাইশোরা এলাকার জগন্নাথপুর গ্রামে উদ্ধার হয় রেখা দোলুই (৩৮) নামে এক মহিলার মৃতদেহ। তাঁর মেয়ে অভিযোগ করেন ধর্ষণ করে খুন করা হয়েছে মাকে। তবে পুলিশে লিখিত অভিযোগে শুধু খুনের কথাই বলেন। ঘটনায় জড়িত সন্দেহে ওই রাতেই আটক করা হয় মহিলার শ্বশুর, ভাসুর ও দেওরকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৫ ০০:৫৩
Share:

এক মহিলাকে খুনের ঘটনায় তাঁর দেওরকে গ্রেফতার করল পুলিশ।

Advertisement

রবিবার সকালে পাঁশকুড়া থানার মাইশোরা এলাকার জগন্নাথপুর গ্রামে উদ্ধার হয় রেখা দোলুই (৩৮) নামে এক মহিলার মৃতদেহ। তাঁর মেয়ে অভিযোগ করেন ধর্ষণ করে খুন করা হয়েছে মাকে। তবে পুলিশে লিখিত অভিযোগে শুধু খুনের কথাই বলেন। ঘটনায় জড়িত সন্দেহে ওই রাতেই আটক করা হয় মহিলার শ্বশুর, ভাসুর ও দেওরকে।

জিজ্ঞাসাবাদের পর সোমবার সন্ধ্যায় ওই মহিলার দেওর দুলাল দোলুইকে গ্রেফতার করে পুলিশ। রেখাদেবীর বাড়ির কাছেই তাঁর বাড়ি। স্থানীয় গোঁসাইবেড় বাজারে মিষ্টির দোকানের কাজ করে দুলালবাবু।

Advertisement

জেলা পুলিশ সুপার সুকেশকুমার জৈন বলেন, ‘‘ওই মহিলাকে কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করে খুনের কথা স্বীকার করেছে তাঁর দেওর। ঘটনায় মূল অভিযুক্ত ওই দেওরকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হবে।’’

পুলিশ সুপারের দাবি, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানিয়েছে বৌদির সঙ্গে তাঁর ঘনিষ্টতা গড়ে উঠেছিল। স্বামীর মৃত্যুর পর রেখাদেবী তাঁকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। সে কারণেই ওই মহিলাকে খুন করেন দুলালবাবু। অভিযুক্তের দাবি খতিয়ে দেখছে পুলিশ। তবে ধর্ষণের প্রমাণ মেলেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement