পথ অবরোধে স্কুল পড়ুয়ারা

রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করল স্কুল ছাত্রছাত্রীরা। ঘটনাটি ঝাড়গ্রামের বৈতা চক এলাকার। সোমবার সকালে ঝাড়গ্রাম- ধেড়ুয়া পিচ রাস্তা অবরোধ করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০১৫ ০০:২৭
Share:

রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করল স্কুল ছাত্রছাত্রীরা। ঘটনাটি ঝাড়গ্রামের বৈতা চক এলাকার। সোমবার সকালে ঝাড়গ্রাম- ধেড়ুয়া পিচ রাস্তা অবরোধ করা হয়। স্কুল ছাত্রছাত্রীদের সঙ্গে অবরোধে সামিল হন স্থানীয় হাইস্কুল এবং প্রাথমিক স্কুলের শিক্ষক- শিক্ষিকা সহ এলাকার বাসিন্দারাও। পথ অবরোধের জেরে এ দিন প্রায় তিন ঘণ্টা যান চলাচল ব্যাহত হয় এই রাস্তায়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। বৈতা চক থেকে বৈতা শ্রীগোপাল হাইস্কুল পর্যন্ত এক কিলোমিটার মোরাম রাস্তাটির অবস্থা বেহাল। দীর্ঘদিন ধরে খানাখন্দ তৈরি হয়ে রয়েছে। সামান্য বৃষ্টি হলে জলে জমে যায়। তখন দুর্ঘটনাও ঘটে। স্কুল ছাত্রছাত্রী সহ স্থানীয়দের চলাচল করতেও সমস্যা হয়। অভিযোগ, বেহাল রাস্তা মেরামতের দাবি প্রশাসনকে বহুবার জানানো হয়েছে। তবে সুরাহা হয়নি। রাস্তা মেরামতের দাবিতে এ দিন সকাল দশটা থেকে পথ অবরোধ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঝাড়গ্রাম ও লালগড় থানার পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement