তাহেরপুরে পুরপ্রধান ঘেরাও

অস্থায়ী কর্মীদের কাজের দাবিতে সোমবার সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত বাম পরিচালিত তাহেরপুরের পুরপ্রধান রতনরঞ্জন রায়, উপ-পুরপ্রধান বঙ্কিম চক্রবর্তী সহ অন্যান্য সিপিএম কাউন্সিলরদের ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তৃনমূল কাউন্সিলররা। পরে রানাঘাটের মহকুমাশাসক রাজর্ষি মিত্রের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০১৫ ০০:৩৬
Share:

অস্থায়ী কর্মীদের কাজের দাবিতে সোমবার সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত বাম পরিচালিত তাহেরপুরের পুরপ্রধান রতনরঞ্জন রায়, উপ-পুরপ্রধান বঙ্কিম চক্রবর্তী সহ অন্যান্য সিপিএম কাউন্সিলরদের ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তৃনমূল কাউন্সিলররা। পরে রানাঘাটের মহকুমাশাসক রাজর্ষি মিত্রের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার ৪৫ জন অস্থায়ী কর্মীকে সোমবার থেকে কাজে না আসার জন্য পুরসভার পক্ষ থেকে বলা হয়। তার প্রতিবাদে এ দিনের ওই ঘেরাও-বিক্ষোভ। রানাঘাটের মহকুমাশাসক রাজর্ষি মিত্র এ দিন বলেন, ‘‘বোর্ড মিটিং-এর সিদ্ধান্ত অনুযায়ী তিন বছর ধরে ওই কর্মীরা কাজ করছেন। আগামী বোর্ড মিটিং না হওয়া পর্যন্ত ওঁদের যাতে রাখা হয় সে ব্যাপারে বলা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement