গ্রামবাসীকে মারধরে অভিযুক্ত বিএসএফ

এক গ্রামবাসীকে মারধর করার অভিযোগ উঠল বিএসএফ এর বিরুদ্ধে। জখম ওই গ্রামবাসীর নাম ষষ্ঠী ঘোষ। বাড়ি ফতেপুর এলাকায়। জখম অবস্থায় তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএসএফ এর বিরুদ্ধে হাঁসখালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০১৬ ০৬:২৮
Share:

এক গ্রামবাসীকে মারধর করার অভিযোগ উঠল বিএসএফ এর বিরুদ্ধে। জখম ওই গ্রামবাসীর নাম ষষ্ঠী ঘোষ। বাড়ি ফতেপুর এলাকায়। জখম অবস্থায় তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএসএফ এর বিরুদ্ধে হাঁসখালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement

রবিবার দুপুরে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এলাকার বাসিন্দা গাজনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শক্তিপদ ঘোষ বলেন, ‘‘ওই ছেলেটি তিন জন দিনমজুর নিয়ে কাঁটাতাদের এপারের জমিতে তার কলা বাগানে কাজ করছিল। ১২টা বেজে যাওয়ায় সে দিনমজুরদের ছুটি দিয়ে একা বর্ডার রোড দিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় বিএসএফ জওয়ানরা তাঁকে ধরে জানতে চায় যে বাকি তিন জন কোথায় গেল। ষষ্ঠী জানায় যে সে তাদের ছুটি দিয়ে দিয়েছে। কিন্তু বিএসএফ জওয়ানেরা সেটা মানতে চায় না। তখনই তাকে বেধড়ক মারধর করতে থাকে।’’ যদিও এই মারধরের ঘটনা অস্বীকার করেছে বিএসএফ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement