যুবকের দেহ উদ্ধার

একদিন নিখোঁজ থাকার পর বাড়ি থেকে খানিক দূরে বর্ডার রোডের ধারে পাট খেত থেকে এক যুবকের দেহ উদ্ধার হল। নকুল প্রামাণিক (৩৭) নামে ওই যুবক বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন। শুক্রবার তাঁর দেহ উদ্ধার হয়। বাড়ি চাপড়ার হুদোপাড়ায়। তাঁকে পিটিয়ে মারা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০১৫ ০০:৫৯
Share:

একদিন নিখোঁজ থাকার পর বাড়ি থেকে খানিক দূরে বর্ডার রোডের ধারে পাট খেত থেকে এক যুবকের দেহ উদ্ধার হল। নকুল প্রামাণিক (৩৭) নামে ওই যুবক বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন। শুক্রবার তাঁর দেহ উদ্ধার হয়। বাড়ি চাপড়ার হুদোপাড়ায়। তাঁকে পিটিয়ে মারা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

Advertisement

ঘটনার পর এলাকায় যায় পুলিশ ও বিএসএফ। নিহতের পরিবার ও গ্রামবাসীদের অভিযোগ, এই খুনের পিছনে বিএসএফের হাত রয়েছে। নিহতের দাদা কৃত্তিবাস প্রামাণিক বলেন, ‘‘আমার ভাইকে বিএসএফের জওয়ানরাই পিটিয়ে মেরেছে।’’ বিএসএফের ডিআইজি পুস্পেন্দর সিংহ রাঠোর অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘ওই যুবক গরু পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। নিজেদের মধ্যে গণ্ডগোলের জেরেই এই ঘটনা ঘটেছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement