নয়া ঘূর্ণাবর্তে ধাঁধাই রইল আবহাওয়া

বঙ্গোপসাগর থেকে রবিবার ঘূর্ণাবর্তটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ডাঙায় ঢুকে পড়েছিল, সে’টি এ দিন শক্তি হারিয়ে দুর্বল হয়ে গিয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। ফলে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গে বৃষ্টির আশঙ্কা কেটেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৭ ০১:৪৩
Share:

মুষলধারে: হঠাৎ বৃষ্টি বালুরঘাটে। ছবি: অমিত মোহান্ত

দক্ষিণবঙ্গের উপরে থাকা ঘূর্ণাবর্তটি শক্তি হারালেও, বঙ্গোপসাগরে ওডিশা উপকূলে তৈরি হচ্ছে আরও একটি। কাজেই আজ, মঙ্গলবার আবহাওয়া পুরোপুরি কার্নিভালের উপযুক্ত থাকবে কি না, জোর দিয়ে তা বলতে পারছেন না আবহবিদেরা।

Advertisement

বঙ্গোপসাগর থেকে রবিবার ঘূর্ণাবর্তটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ডাঙায় ঢুকে পড়েছিল, সে’টি এ দিন শক্তি হারিয়ে দুর্বল হয়ে গিয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। ফলে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গে বৃষ্টির আশঙ্কা কেটেছে। সোমবার মাঝেমধ্যে আকাশ মেঘলা করে এলেও, কলকাতায় সারা দিনে বৃষ্টি হয়নি। রেড রোডে কার্নিভালের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটেনি। তবে আবহবিদেরা জানাচ্ছেন, ওড়িশা উপকূলে নতুন একটি ঘূর্ণাবর্ত জন্ম নিচ্ছে। রাতে সে’টি শক্তি বাড়িয়ে কোন দিকে এগোয় তার উপরেই আজ, মঙ্গলবারের আবহাওয়া নির্ভর করছে। ঘূর্ণাবর্তটির তিনটি সম্ভবনা রয়েছে। সে’টি দুর্বল অবস্থাতেই বিলীন হতে পারে উৎসস্থলে। শক্তি বাড়িয়ে সেটি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা ওডিশার দিকে এগোতে পারে। আর তৃতীয় সম্ভবনাটি হল অনুকূল বায়ুপ্রবাহ পেয়ে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে পারে।

এক আবহবিদের মন্তব্য, এটা বর্ষার সময়। তাই বায়ুপ্রবাহের সামান্য হেরফেরই মৌসুমি বায়ুকে অতি সক্রিয় করে তুলতে পারে। আবহাওয়ার এই অস্থিরতার কারণেই মঙ্গলবার আবহাওয়া কেমন থাকবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। প্রধানত আকাশ পরিষ্কার থাকলেও, দুই এক পশলা বৃষ্টির আশঙ্কা থাকছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement