আলিপুরদুয়ার শহরের অধিকাংশ ফুটপাথই চলে গিয়েছে ব্যবসায়ীদের দখলে। পুরসভার অভিযোগ, ফুটপাথ দখলমুক্ত করার জন্য জেলা প্রশাসনকে বারবার বলেও কোনও লাভ হয়নি। নিজস্ব চিত্র।
কোথাও শুধুমাত্র সাইনবোর্ড রাখা, আবার কোথাও পুরো দোকানটাই উঠে এসেছে ফুটপাথের উপর। পথচারীদের ফুটপাথ চলে গিয়েছে ব্যবসায়ীদের দখলে। আলিপুরদুয়ার শহরের বক্সা ফিডার রোডের ফুটপাথ বেহাত হওয়ায় বাধ্য হয়েই পথচারীদের হাঁটতে হচ্ছে যানবাহন চলাচলের প্রধান রাস্তা দিয়ে। আলিপুরদুয়ার পুরসভার বক্তব্য, প্রশাসনকে জানিয়েও সাহায্য মেলেনি।
শুধু বক্সা ফিডার রোডই নয়, আলিপুরদুয়ার চৌপথি থেকে নিউটাউন, কলেজ হল্ট সর্বত্রই ছবিটা এক। আলিপুরদুয়ার শহরের ব্যস্ততম চৌপথি এলাকার ফুটপাতের উপর ঠান্ডা পানীয়র সম্ভার থেকে শুরু করে পানের দোকান সাজানো রয়েছে। আবার মহাকাল ধাম এলাকায় ফুটপাথের দখল নিয়েছে প্লাস্টিকের চেয়ার, ঘর সাজানোর হরেক জিনস।
দোকানের পাশাপাশি ফুটপাত দখল করেও খদ্দের টানার মরিয়া চেষ্টা করছেন ব্যবসায়ীরা। এতে স্কুল ও অফিস টাইমে রাস্তায় বেপরোয়া ভাবে চলা যানবাহনের মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে হাঁটতে হচ্ছে পথচারীদের।
শহরের কলেজ হল্ট, মাধব মোড়, মহাকাল ধাম, মিলনসঙ্ঘ মোড়, চৌপথি এলাকায় কোথাও জেব্রা ক্রসিং নেই। আলিপুরদুয়ারের স্বেচ্ছাসেবী সংগঠন অভিভাবক মঞ্চের সম্পাদক ল্যারি বসু পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তিনি বলেন, “ফুটপাথে হাঁটার জায়গা না থাকায় ছাত্রছাত্রীদের রাস্তায় নেমে হাঁটতে হচ্ছে। যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
টনার কথা স্বীকার করে নিয়েছেন আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান অনিন্দ্য ভৌমিক। তিনি বলেন, “বিষয়টি নিয়ে মাইকে প্রচার চালানো হয়েছে। কিন্তু ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের সাহায্য প্রয়োজন। বার বার পুলিশ ও জেলাপ্রশাসনকে জানিয়েও ফল না হওয়ায় ফের অভিযান শুরুর চিন্তাভাবনা চলছে।” তবে আলিপুরদুয়ারের পুলিশ সুপার অনুপ জায়সবাল বলেন, “ফুটপাথ দখলমুক্ত করার ব্যাপারে পুরসভা সাহায্য চাইলে আমরা প্রয়োজনীয় সাহায্য করব।”
আলিপুরদুয়ার চেম্বার অফ কর্মাস অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দে জানান, ফুটপাত দখল মুক্ত রাখার জন্য বার বার ব্যবসায়ী সংগঠন থেকে জানানো হচ্ছে। কিন্তু পুরসভা বা প্রশাসন ফুটপাত দখলমুক্ত রাখার জন্য কোনও ব্যবস্থাই নেয়নি।
দেহ উদ্ধার। নয়ানজুলি থেকে বছর পঁয়ত্রিশের অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ মিলেছে। সোমবার সন্ধ্যায় ইসলামপুরের থানার রামগঞ্জ থেকে দেহটি মেলে। মৃতের বুকের ডানদিকে ধারাল অস্ত্রে আঘাতের চিহ্ন মিলেছে।