মুখ্যমন্ত্রীর ঘরেই দলবদল ওমপ্রকাশের

লোকসভা ভোটের পরে দলের কৌশল নিয়ে নেতৃত্বের সঙ্গে মতবিরোধ দেখা দেওয়ায় কিছু দিন আগে কংগ্রেসের সহ-সভাপতির পদ থেকে ইস্তফা দেন ওমপ্রকাশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৯ ০২:৫৮
Share:

—নিজস্ব চিত্র।

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের উপস্থিতিতে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীকে অভিনন্দন জানানোর অনুষ্ঠান চলছে তখন বিধানসভার নৌসর আলি কক্ষে। ঠিক সেই সময়ে বিধানসভায় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ওমপ্রকাশ মিশ্র।

Advertisement

লোকসভা ভোটের পরে দলের কৌশল নিয়ে নেতৃত্বের সঙ্গে মতবিরোধ দেখা দেওয়ায় কিছু দিন আগে কংগ্রেসের সহ-সভাপতির পদ থেকে ইস্তফা দেন ওমপ্রকাশ। তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়েছে মঙ্গলবার। তার ২৪ ঘণ্টার মধ্যেই বুধবার মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে ওমপ্রকাশ তৃণমূলে যোগ দিয়েছেন শুনে সোমেনবাবু বলেন, ‘‘উনি তো কংগ্রেসে নেই। ভোটের আগে উনি বামেদের সঙ্গে কংগ্রেসের জোট চেয়েছিলেন। কিন্তু ভোটের পরে বলেছিলেন, তৃণমূলের সঙ্গে জোট হওয়া উচিত!’’ কংগ্রেসের সঙ্গে তাঁর নীতিগত সমস্যার জেরেই যে তিনি দলত্যাগ করেছেন, সে কথা জানিয়েছেন ওমপ্রকাশও। তবে কংগ্রেসের নেতাদের উপস্থিতিতে বিধানসভায় একটি অনুষ্ঠানের সময়েই ওমপ্রকাশকে দলে নেওয়ার প্রসঙ্গ তুলে প্রদেশ কংগ্রেসের সমন্বয় কমিটির চেয়ারম্যান প্রদীপ ভট্টাচার্যের মন্তব্য, ‘‘মুখ্যমন্ত্রী যখন বিজেপির দল ভাঙানোর বিরুদ্ধে সরব হয়েছিলেন, মনে হয়েছিল ওঁর বোধোদয় হয়েছে। কিন্তু বিধানসভায় যে ভাবে নিজের ঘরেই কংগ্রেস ভাঙানোর কাজে যুক্ত হয়ে গেলেন, তাতে বোঝা গেল পুরনো খেলা থেকে তিনি সরেননি! এর দাম ওঁর দলকেও দিতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement