—প্রতীকী চিত্র।
সাম্প্রতিক সময়ে রাজ্য ও দেশে নারী নির্যাতনের বিভিন্ন ঘটনা পর পর সামনে এসেছে। এই আবহে নারী সুরক্ষা নিশ্চিত করার দাবিকে সামনে রেখে আজ, মঙ্গলবার থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ‘অঙ্গীকার যাত্রা’র ডাক দিয়েছে ‘জাগো নারী জাহো বহ্নিশিখা’ সংগঠন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুদিন ৯ তারিখ এবং দিল্লির নির্ভয়া-কাণ্ডের দিন ১৬ তারিখটিকে বেছে নেওয়া হয়েছে। আজ শিলিগুড়ির বাঘাযতীন পার্কে কর্মসূচির উদ্বোধন করার কথা আর জি কর-কাণ্ডে নিহত চিকিৎসক পড়ুয়ার বাবা-মায়ের। রাজ্যের বিভিন্ন প্রাপ্ত থেকে চারটি অঙ্গীকার যাত্রা ১৬ তারিখ কলকাতার কলেজ স্কোয়ারের সমাবেশে এসে মিলিত হবে। সংগঠনের তরফে মৈত্রেয়ী বর্ধন রায়, নূপুর বন্দ্যোপাধ্যায়, শাশ্বতী ঘোষ, নাসরিন আলি, কুন্তলা ঘোষ দস্তিদার, কল্পনা দত্ত প্রমুখ জানিয়েছেন, দেশ ও রাজ্যে নারী নির্যাতন দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছে। এটা রোখার বার্তা দিতেই কর্মসূচির জন্য আলোচনাসভা, মশাল মিছিল, প্রতিবাদী বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি নেওয়া হয়েছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে