গাছে বধূর ঝুলন্ত দেহ বসিরহাটে

পরনের কাপড় দিয়ে বধূর গলায় ফাঁস দেওয়া। কাপড়ের অন্য প্রান্ত বাঁধা গাছের ডালে। ঊধ্বার্ঙ্গ অনাবৃত। গলায়-মুখে আঘাতের চিহ্ন।

Advertisement
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৭ ০২:৪৫
Share:

পরনের কাপড় দিয়ে বধূর গলায় ফাঁস দেওয়া। কাপড়ের অন্য প্রান্ত বাঁধা গাছের ডালে। ঊধ্বার্ঙ্গ অনাবৃত। গলায়-মুখে আঘাতের চিহ্ন। বসিরহাটের নলকোড়ার এই ঘটনায় ফিরল বছর দু’য়েক আগে উত্তরপ্রদেশের বদায়ূঁর স্মৃতি। বসিরহাটের ঘটনাটি জানাজানি হয় মঙ্গলবার সকালে। ‘‘একটু আসছি’’ বলে আগের সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই বধূ। রাতে বাড়ি না ফেরায় খোঁজ শুরু হয়। ভোরের দিকে বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে নলকোড়ার এক ইটভাটার পাশে নিমগাছের ডাল থেকে তাঁর দেহ মেলে। মহিলার স্বামীর দাবি, গণধর্ষণ করে খুন করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি করছে পুলিশ। মহিলা ধর্ষিতা কি না, তা ময়না-তদন্তের রিপোর্ট এলে স্পষ্ট হবে। প্রাথমিক ভাবে অনুমান, পুরনো আক্রোশ থেকেই এমন ঘটনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement