মসুল দখলের লক্ষে। ছবি রয়টার্স।
মসুলের দিকে ইরাকের সেনা এক পা এক পা করে এগোলেও, শহরটি দখল করতে গিয়ে আরও কঠিন যুদ্ধে নামতে হবে আইএসের সঙ্গে। দু’পক্ষের সেই সংঘর্ষ সহজে শেষ হবে না বলেই মত ইরাকি প্রতিরক্ষা মন্ত্রকের। মন্ত্রক নিশ্চিত, ইরাকে তাদের অন্যতম শক্ত ঘাঁটি এই মসুলকে এত সহজে হাতছাড়া হতে দেবে না আইএস। ফলে আরও জোরদার হতে চলেছে মসুল দখল অভিযান। আইএসের হাত থেকে মসুল উদ্ধার অভিযানে ২৫ হাজার ইরাকি সেনার সঙ্গে সামিল হয়েছে কুর্দ ও পেশমেরগা বাহিনী। সোমবার থেকে শুরু হয়েছে সেই লড়াই। বোমাবর্ষণ চালাচ্ছে মার্কিন সেনাও। সমানে টক্কর দিচ্ছে আইএসও।