ফের হামলা কাবুলে। এ বারের লক্ষ্য কাবুলের একটি সেবাপ্রতিষ্ঠান। হামলায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। জখম আরও অনেকে। সোমবার রাতে পামলারেনা বেগান নামে ওই সেবা প্রতিষ্ঠানে হামলা চালায় তিন জঙ্গি। পুলিশ সূত্রের খবর, প্রথমেই বড়সড় একটি বিস্ফোরণ ঘটায় তারা।
এর পর গুলিও চালায় ওই তিন জঙ্গি। সেনাবাহিনীর গুলিতে তিন জঙ্গিরই মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।