Dubai

এই বইয়ের দোকানে কোনও কর্মী বা ক্যাশ কাউন্টার নেই!

প্রায় ২০ হাজার দেশি-বিদেশি বইয়ে সাজানো গোছানো একটি বইয়ের দোকান। কিন্তু কোথাও কোনও কর্মচারী বা ক্যাশ কাউন্টার নেই। বদলে আছে শুধু একটি ক্যাশ বাক্স। পছন্দমতো বই নিয়ে এখানে দাম দিয়ে গেলেই চলবে। ভাবছেন, এমন দোকানও আবার আছে নাকি! আছে। কোথায়, আসুন জেনে নেওয়া যাক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৮ ০৯:৫৯
Share:
০১ ০৭

প্রায় ২০ হাজার দেশি-বিদেশি বইয়ে সাজানো গোছানো একটি বইয়ের দোকান। কিন্তু কোথাও কোনও কর্মচারী বা ক্যাশ কাউন্টার নেই। বদলে আছে শুধু একটি ক্যাশ বাক্স। পছন্দমতো বই নিয়ে এখানে দাম দিয়ে গেলেই চলবে। ভাবছেন, এমন দোকানও আবার আছে নাকি! আছে। কোথায়, আসুন জেনে নেওয়া যাক।

০২ ০৭

ভাবছেন এমনও আবার হয় নাকি! কেন হয় না। দোকানটির নাম ‘বুক হিরো’। দুবাইয়ের মারিনা ওয়াক-এ রয়েছে এই দোকানটি।

Advertisement
০৩ ০৭

দুবাইয়ের মারিনা ওয়াক-এর এই বইয়ের দোকানটি সারা দিন সারা রাতই খোলা থাকে।

০৪ ০৭

দোকানের মালিক মন্টসেরাট মার্টিনের কথায়, ক্রেতাদের উপর পূর্ণ বিশ্বাস আর আস্থা আছে বলেই ‘বুক হিরো’-এ কোনও কর্মী নিয়োগ করেননি তিনি, নেই কোনও ক্যাশ কাউন্টারও। রয়েছে শুধু একটি ‘ট্রাস্ট বক্স’ বা ক্যাশ বাক্স।

০৫ ০৭

মার্টিন জানান, দিনে একবার তিনি দোকানে আসেন ক্যাশ বাক্স বদলে দিতে। সেই সঙ্গে লিখে নিয়ে যান ফুরিয়ে আসা বইয়ের নাম।

০৬ ০৭

দোকানের বেশির ভাগ বই ইংরেজি বা আরবি ভাষার। তবে রুশ, চিনা, ফরাসি এবং স্প্যানিশ ভাষার বইও এখানে রয়েছে।

০৭ ০৭

‘বুক হিরো’-এ প্রাপ্ত বেশিরভাগ বইয়ের দাম ২০ দিরহাম-এর মধ্যে। অর্থাত্, ভারতীয় মূল্যে বইগুলির দাম ৩৫০ টাকার মতো, আয়ত্তের মধ্যেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement