বাইকপ্রেমীদের জন্য রয়েছে সুখবর। বিলাসবহুল মোটরবাইক প্রস্তুতকারী সংস্থা ডুকাতি ভারতের বাজারে নিয়ে আসছে তাদের নয়া মডেল প্যানিগালে ভি২, যা মিলবে একটিমাত্র ভ্যারিয়্যান্টেই(পেট্রল)।
নতুন এই মডেলটির কথা ঘোষণা করে সংস্থার তরফে ডুকাতি ইন্ডিয়ার ডিরেক্টর বিপুল চন্দ্র বলেন, “প্যানিগালে পোর্টফোলিওটি ডুকাতির সুপারবাইকের জয়যাত্রায় একটি উল্লেখযোগ্য মাইলফলক, যা ব্র্যান্ডের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে। ডুকাতি পরিবারের এই নতুন সদস্য প্যানিগালে ভি২ এমন একটি মডেল, যার মাধ্যমে গ্রাহকের কাছে আরও সুন্দর করে তুলে ধরা যাবে সত্যিকারের ডুকাতি-অভিজ্ঞতা! এর গঠনই মুগ্ধতা তৈরি করার মতো। পাশাপাশি চরিত্রেও থাকছে বিচারক্ষমতা, যা শিক্ষানবিসদের সাহায্য করবে, আবার দক্ষ বাইকচালকেরাও এটি চালিয়ে মজা পাবেন।”
প্যানিগালে ভি২-তে রয়েছে ৯৫৫ সিসি টুইন সিলিন্ডার সুপারকোয়াড্রো ইঞ্জিন, যা এখন বিএস-VI শ্রেণিভুক্ত। আকারে বড় এবং ভিন্ন কৌণিক কার্যপদ্ধতির নতুন ইনজেক্টরের কল্যাণে ইঞ্জিনের শক্তি আরও বেড়ে এই মডেলটিতে রয়েছে ৫ এইচপি (হর্স পাওয়ার) এবং টর্ক ২ এনএম ক্ষমতা। টুইন সিলিন্ডার ইঞ্জিনটিতে ৬ গতির ম্যানুয়াল গিয়ারবক্স রয়েছে। এর সামনে ও পিছনে দু’দিকেই রয়েছে অ্যান্টি লকিং ব্রেকিং সিস্টেম। এর মধ্যে তিনটি রাইডিং মোড (রেস, স্পোর্টস এবং রোড) অন্তর্ভুক্ত করা হয়েছে।