মোটর স্পোর্টস ভালবাসেন? তবে আপনার জন্যই পুজোয় বেশ মনের মত খবর নিয়ে হাজির ফোর্ড। শুধু স্পোর্টস কেন, উইক এন্ডে দূরে বেড়াতে যাওয়ার ইচ্ছেপূরণেও সঙ্গী হবে তাদের নতুন গাড়ি ফোর্ড অ্যাভেন্ডার!
চেহারায় ব্ল্যাক প্যান্থারের ধাঁচ, গুণেও সেই তেজিয়ান ভাব আর তীব্রতা নিয়ে ভারতের বাজারে এসে পড়ল ফোর্ডের এই দ্রুতগামী গাড়িটি। যাঁরা মোটর স্পোর্টসের বিষয়ে একটু খোঁজখবর রাখেন, তাঁরা নিশ্চয়ই জানেন এর চারটি চাকার কারসাজির কথা- যাকে বলে ৪x৪ ড্রাইভ লাইন। যে কোনও ঝাঁকুনি সহ্য করে নিজেকে সুরক্ষিত রাখার আলাদা ক্ষমতা আছে এ গাড়ির। আর হেড লাইট, অন্যান্য যে কোনও গাড়ির তুলনায় ২০ শতাংশ বেশি জোরালো আলো দেবে- নির্মাতারাই বলছেন সে কথা। ফলে রাতের সফরে যাওয়ার ক্ষেত্রে এই গাড়ি বেশ নির্ভরযোগ্য।
এই গাড়ির বিএস ৬ -এর ইঞ্জিন সবার থেকে একটু হলেও আলাদা। জ্বালানী সাশ্রয়ের ক্ষেত্রেও এগিয়ে- ১২.৪ কিমি যাবে এক লিটারে। গাড়ির গতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে ১০টি স্বয়ংক্রিয় ধাপ আছে। ফলে যখন গতি পরিবর্তনের প্রয়োজন হবে, তা হবে একেবারে মসৃণ ভাবে।