প্রবাসের পুজো
-
হে চিন্ময়ী লন্ডনময়ী
এ বার ডেস্টিনেশন অরপিংটন। কুমোরটুলি থেকে মা দুগগা ভিসা পাসপোর্টের চক্কর পার করে এসেছেন।
-
সাইবার সিটির শারদ-সরোদ
নিউমার্কেটের মতো সুলতান বাজার আছে। তবে বিচ্ছিরি রকমের মজাদার বার্গেনিং নেই।
-
দেশের স্মৃতি ফিরিয়ে দেওয়াটাই হইচই-এর মূল থিম
এ বছর হল্যান্ডের পুজোয় গান গাইবেন ইন্ডিয়ান আইডল খ্যাত অমিত সানা।
-
সিঁদুরের লাল রঙে রাঙা হয়ে ওঠে সকলের মুখ
ক্যালিফোর্নিয়ার পুজোয় চাঁদা তোলার রীতি নেই। ন্যূনতম একটা টিকিটের ব্যবস্থা থাকে। ওই টিকিট কেটেই পুজোতে অংশগ্রহণ করেন বাঙালিরা।
-
মাত্র দু’শো বাঙালির ক্যানবেরায় পুজো প্রায় দুই দশকের
প্রতি বছর পুজোর সময় প্রকাশিত হয় আমাদের পত্রিকা ‘উৎসব’। এতে পাঁচ বছরের আঁকা থেকে আশি বছরের জীবনদর্শন সবই স্থান পায়।
Advertisement
-
ডেট্রয়েটের প্রযুক্তিবিদেরাই মায়ের জন্য গড়ছেন রাজবাড়ির ঠাকুরদালান
ডেট্রয়েট এলাকায় তিনটে প্রধান পুজো। বিচিত্রা, বিচিত্রা ইঙ্ক আর স্বজন।
-
‘সুইসপুজো’ নিয়ে যাচ্ছে বেহালার সেই দিনগুলোয়
প্রবাসের উমারা পুজোয় সে ভাবে বাপের বাড়ি যেতে না পারলেও, কৈলাশ থেকে উমা এ বারও এসে পৌঁছচ্ছে সোজা আল্পসের দেশ সুইৎজারল্যান্ডে।
-
অসাধারণ মানুষরা এ বার মাতাবেন পওয়াই-মুম্বইয়ের দুর্গাপুজো
সামাজিক কল্যাণের ভাবনাতেই গড়ে উঠছে স্পন্দন পওয়াই শারদোৎসব।
Advertisement