Advertisement

বড় বড়, সুন্দর চোখেই ধরা থাক মনের ভাষা

চোখ উজ্জ্বল,বড় ও বাঙময় করে তুলতে রইল কিছু মেক আপ টিপস।

সাবেরী গঙ্গোপাধ্যায়
কলকাতা শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২০ ২০:০১
Share: Save:

সুন্দর চেহারার সবচেয়ে বড় রহস্য লুকিয়ে থাকে চোখে। করোনাকালে মুখ যখন মাস্কে ঢাকা, তখন ঘন, কালো চোখের ভাষাই তো ভরসা। সে জাদুই ছড়িয়ে দিন এ বারের পুজোয়।

সাজার সময়ে সকলেই চান চোখ দুটো যেন দেখতে বড় আর সুন্দর লাগে। চোখ উজ্জ্বল,বড় ও বাঙময় করে তুলতে রইল কিছু মেক আপ টিপস।

১। ভুরু শেপ করুন- ভুরু যদি ঠিকঠাক শেপ করা না থাকে, তা হলে কিন্তু কোনও সাজই ঠিক খোলে না। যদি চোখের মেকআপে জোর দেন, তা হলে অবশ্যই এ দিকটায় খেয়াল রাখুন। সময় বার করে নিয়মিত পার্লারে গিয়ে ভুরু শেপ করবেন। চোখ বড় দেখাতে ঘন মেক আপ করলে, তার উপরে এবড়ো খেবড়ো ভুরু দেখতে কিন্তু খুবই খারাপ লাগবে। আবার ঘন কালো চোখের উপর সুন্দর আঁকা ভুরু সৌন্দর্য বাড়িয়ে দেবে বেশ কয়েক গুণ।

২। ডার্ক সার্কল- চোখের কোলে জমাট বাঁধা কালি থাকলে চোখ আরও ছোট ও ক্লান্ত দেখায়। তাই মেক আপ শুরু করার আগে কনসিলার দিয়ে চোখের কোলের কালি ঢেকে নিন। এতেই চোখ দেখতে কিছুটা বড় লাগবে। কালি পড়া চোখে কাজল লাগালে কিন্তু দেখতে আরও ক্লান্ত লাগবে।

আরও পড়ুন: হলুদেই আলো খুঁজছে পুজোর ফ্যাশন

৩। সাদা আই শ্যাডো- মেক আপ আর্টিস্টদের সেরা টিপস সাদা বা হাল্কা রঙা আইশ্যাডোর ব্যবহার। আইশ্যাডোর রঙ যত হাল্কা হবে, চোখ দেখতে তত বড় লাগবে। বাইরের দিকে গাঢ় রঙের আইশ্যাডো লাগালেও চোখের ভিতরের কোলে হালকা শেড লাগান। সাদা, সিলভার, গোল্ডেন বা ব্রোঞ্জ আইশ্যাডো ব্যবহার করুন।

৪। মোটা আইলাইনার নয়- গোটা চোখ জুড়ে মোটা করে আইলাইনার লাগাবেন না। চোখের নীচের অংশে আইল্যাশের ভিতর দিকে আইলাইনার লাগাবেন না। আইল্যাশের বাইরে দিয়ে লাগান। চোখের কোল পর্যন্ত টানবেন না। তার একটু আগে ছেড়ে দিন।

৫। কাজলের উপরে ন্যুড আই পেন্সিল- চোখ সুন্দর দেখাতে নীচের পাতায় মোটা কাজলের উপরে আইল্যাশের ভিতর দিয়ে ন্যুড আই পেন্সিলে লাইন করুন। এতে চোখে ভরাট ভাব আসবে।

৬। মাস্কারা- চোখের পাতায় নজর দিলে চোখ দেখতে অবশ্যই বড় লাগবে। ঘন করে অন্তত দুই থেকে তিন কোট মাস্কারা লাগান। ফলস আইল্যাশও লাগাতে পারেন। তবে দেখতে যেন ন্যাচারাল লাগে।

৭। ঘন ভুরু- ভুরু কাল কোহল দিয়ে সুন্দর করে আঁকুন। এতে চোখ দেখতে যেমন সুন্দর লাগবে, তেমনই মুখের আকারেও কিছুটা পরিবর্তন আসবে।

আরও পড়ুন: অষ্টমীতে যে মেয়ের সঙ্গে আইসক্রিম খাওয়ার কথা, মাস্ক পরা এ সে তো

৮। চোখের ফোলা ভাব কমান- চোখের কোল যদি ফোলা হয়, তবে কিন্তু চোখ দেখতে ছোট লাগে। তাই অবশ্যই কিছু নিয়ম মেনে চোখের ফোলা ভাব কমিয়ে ফেলুন। যা করবেন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Durga Puja 2020 Kolkata Durga Puja
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE