জেনারেশন ওয়াই-এর প্রিয় খাবার চিকেন। ঝালে ঝোলে অম্বলে সবেতেই চিকেন পেলে তারা খুশি। যদি একটা গোটা রোস্ট করা চিকেনের পাশে লাল হলুদ বেলপেপার, গাজর দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করেন তাহলে তাদের মুখে হাসিটা দেখবেন এক বার।
শুধু ছোটরাই বা কেন, বড়দের কাছেও সমান লোভনীয় চিকেন। রোজমেরি আর থাইম সুরভিত গ্রিল করা চিকেন শুধু যে স্বাদে আহামরি তা নয়, পুষ্টির দিক থেকেও ১০০ তে ১০০। এর সঙ্গে অল্প একটু ম্যাশড আলু হলেই সম্পূর্ণ এই ডিশ। একবার চেখেই দেখুন না। যে কোনও শপিং মলের ডিপার্টমেন্টাল স্টোরে, নিউ মার্কেটে কিংবা অনলাইনেও পেয়ে যাবেন যাবতীয় উপকরণ। ঝটপট বানিয়ে ফেলতে পারেন প্যান রোস্টেড চিকেন উইদ সতে ভেজিটেবল।ফিউশন ফুডের জাদুকর শেফ প্রদীপ রোজারিও কেকে’স ফিউশন রেস্তরাঁর এই রেসিপি ভাগ করে নিলেন।
আরও পড়ুন: মুকুলমাসির হাতের মশলা ছাড়া কষা মাংস