দ্বিতীয় অধ্যায় শুরু হল। ভাবছেন তো, প্রথম অধ্যায় আবার কবে এল? আসলে বাইপাসের ধারের শপিং মলের আউটলেট পেরিয়ে‘চ্যাপ্টার-২’ রেস্তরাঁ এ বার সাদার্ন অ্যাভিনিউয়ে ডানা মেলল। নস্টালজিয়ার সঙ্গে মিলে গেল আধুনিকতা। উল্টোডাঙা থেকে একটু এগিয়ে বাইপাসের ধারের মলের চতুর্থ তল এবং কেয়াতলা রোডের কাছে নতুন আস্তানা, এই দুটি শাখাতেই মিলবে পুজোর নানা পদ।
পুজোর আগেই নানা রকম কুইজিন নিয়ে হাজির 'চ্যাপ্টার-২'।'কেউ পছন্দ করেন খাঁটি এশীয় পদ, কারও পছন্দ হালকা কন্টিনেন্টাল। কেউ বা চাইনিজ। কারও পছন্দ অন্যরকমের ডেজার্ট।এক ছাদের তলায় এখানকার হেঁসেলেই মিলবে সব, রেস্তরাঁর তরফে এ কথা জানালেন শিলাদিত্য চৌধুরী।' পুজোয় টেক-অ্যাওয়ে বাড়বে এ কথাও উল্লেখ করলেন তিনি। সবরকম সুরক্ষা বিধি মেনে করোনা আবহে রেস্তরাঁ চালানো হচ্ছে, জানালেন সে কথাও।
কিন্তু পুজোর সময় বিশেষ কী কী থাকছে চ্যাপ্টার-২-এর মেনুতে?