প্রেজেন্টস্
Knowledge Partner
Fashion Partner
Wedding Partner
Banking Partner
Comfort Partner

সোনাটা শারদীয়া গাইড: হাতের মুঠোয় দুগ্গা পুজো

ঠিক করে ফেলেছেন কোন কোন মণ্ডপে যাবেন। এবার প্রশ্ন হল কীভাবে পৌঁছবেন সেই মণ্ডপগুলিতে। লোকেশন নিয়ে চিন্তা! নো প্রোবলেম।

বিজ্ঞাপন প্রতিবেদন

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৮ ২০:২৮

আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘরাশি। বাতাসে ছাতিম ফুলের গন্ধ। হঠাৎ করে বেড়ে যাওয়া মানুষের ঢল। কানের কাছে অনবরত বেজে চলা আগমণী সুর – মা চলে এসেছেন মর্ত্যে।

বছর পেরিয়ে উমা পা রেখেছেন ঘরে। আর শহর পুরোদমে তৈরি তাঁকে সাদরে বরণ করে নিতে। শহরের প্রতিটা অলিতে গলিতে শুরু হয়ে গিয়েছে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে পৌঁছে গিয়েছে প্রতিমা। হাতে গোনা কিছু প্রতিমার একদম শেষ পর্যায়ের কাজ চলছে। রাস্তায় রাস্তায় পড়ে গিয়েছে বাঁশের ব্যারিকেড। জোরকদমে শুরু হয়ে গিয়েছে শেষ মুহূর্তের পুজোর শপিং। সারা হয়ে গিয়েছে পুজোর চার দিনের প্ল্যানিংও। তিলোত্তমা জুড়ে যেন হুলুস্থুলু কাণ্ড!

কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। পুজো তো প্রতি বছরই আসে। কিন্তু সেই সঙ্গে পাল্লা দিয়ে রাস্তায় নামে মানুষের ঢল, বাড়তে থাকে যানজট। ভিড়ের চাপে বদলে যায় বাসের রুট। বদলে যায় মেট্রোর টাইমিং। বদলে যায় গোটা কলকাতার মানচিত্রটাই। তাই এই সময়ে রাস্তায় নেমে হামেশাই খেই হারিয়ে ফেলেন আপামর জনতা।

তবে এবার আর চিন্তার কোনও কারণ নেই। গত বছরের মতো এই বছরেও সোনাটা নিয়ে এসেছে শারদীয়া গাইড। পুজোর সময়ের বাড়তি মাথাব্যাথার সমস্ত সমাধান রয়েছে এই অ্যাপে।

কী কী থাকছে এই অ্যাপে? এই যেমন ধরুন, বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হলেন। অথচ ঠিক করতে পারছেন না যে কোন মণ্ডপে যাবেন। কোনও সমস্যা নেই। সোনাটা শারদীয়া গাইড-এ লগ ইন করুন। পেয়ে যাবেন সেরার সেরা পুজোগুলির লম্বা তালিকা। যার রয়েছে ৩০০ টিরও বেশি পুজোর সন্ধান। অর্থাৎ শুধু বড় বারোয়ারিই নয়, এই তালিকায় রয়েছে বনেদি বাড়ির পুজো থেকে সাড়া ফেলে দেওয়া ছোট ছোট বেশি কিছুর পুজোর সন্ধানও। শুধু কি তাই! কলকাতার বাইরে দিল্লি, বেঙ্গালুরু, এবং মুম্বইয়ের সেরা পুজোগুলির লোকেশনও পেয়ে যাবেন এই অ্যাপে।

ঠিক করে ফেলেছেন কোন কোন মণ্ডপে যাবেন। এবার প্রশ্ন হল কীভাবে পৌঁছবেন সেই মণ্ডপগুলিতে। লোকেশন নিয়ে চিন্তা! নো প্রোবলেম। সোনাটার শারদীয়া গাইড-এ রয়েছে তারও সমাধান। লোকেশন, ম্যাপ থেকে শুরু করে মেট্রোর টাইমটেবিল সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে।

এ তো গেল রাস্তা-ঘাটের কথা। কিন্তু এই পুজোয় আপনার স্টাইল স্টেটমেন্টের কী হবে? পুজোর পাঁচদিন কী পরবেন তা ঠিক করতে পারছেন না? সোনাটার শারদীয়া গাইড অ্যাপের স্টাইল গাইডে রয়েছে তারও সমাধান। এই পুজোয় নিজের প্রিয় মানুষটিকে উপহার দিতে চান? চট করে দেখে নিন, শারদীয়া গাইডের গিফট গাইড সেকশনটি। পুজোর সময়ে কোথায় কী অনুষ্ঠান

রয়েছে, তারও সন্ধান দেবে এই অ্যাপ।

শুধু তাই নয়। শহরের বাইরে থেকেও কলকাতার পুজো উপভোগ করতে চান? কিংবা মণ্ডপে না গিয়েও দেখে নিতে চান সেখানকার সবকিছু? সোনাটা শারদীয়া গাইড-এর গ্যালারি সেকশনে পেয়ে যাবেন কলকাতা সমস্ত নামী পুজোর ছবি।

এর সঙ্গে রয়েছে সেলফি কনটেস্টও। পুজোয় ঘুরতে বেরোবেন, কিন্তু সেলফি তুলবেন না! এমনটা হয় নাকি! ইচ্ছে মতো সেলফি তুলুন আর আপলোড করে দিন সোনাটার শারদীয়া গাইড অ্যাপে। সেরার সেরা সেলফিগুলির জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। ষষ্ঠীর বোধন থেকে দশমীর বিসর্জন। চোখের পলক ফেলতে না ফেলতে কীভাবে যে কেটে যায় পাঁচটা দিন, তার খেয়াল থাকে না। তাই এই বছরের পুজোর দিনগুলিকে আরও সহজ ও সুন্দর করে তুলতে নিজের স্মার্টফোনে আজই ডাউনলোড করুন সোনাটা শারদীয়া গাইড। অ্যাপটি পাওয়া যাচ্ছে গুগল প্লে স্টোরে। সকলকে শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। পুজো ভাল কাটুক সকলের।

অ্যাপটি ডাউনলোড করতে পারেন এই লিঙ্কে ক্লিক করে: https://play.google.com/store/apps/details?id=com.appoids.sonatapujaapp&referrer=utm_sou

rce%3Dabp%26utm_medium%3Dlogo%26utm_campaign%3Dsharodia2018%26anid%3Dadmob

Durga Puja Celebration 2018 Durga Puja Special Durga Puja Nostalgia Kolkata Durga Puja Durga Puja Preparations
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy